ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্র জাহিদুল বাঁচতে চায়

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:


বাঁচার আকুতি জানিয়েছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্র জাহিদুল। সে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সহপাঠীদের মতোই সে মানুষ হবার স্বপ্ন দেখে। কিন্তু ভাগ্যের নিষ্ঠুরতার কাছে সে হেরে যেতে বসেছে আজ। ব্লাড ক্যান্সারের ভয়াবহতা তার স্বপ্নকে ধুলিষ্যাৎ করছে দিনদিন। সুন্দর পৃথিবীর আলোটাও নিভে ঘোর অঅমানিশায় নিমজ্জিত করছে। মাত্র সামান্য কিছু দিনের ব্যবধানে বোন ম্যারো থেকে ক্যান্সার সেলগুলো দ্রুত তার রক্তে ছড়িয়ে পড়ছে।
সকলের সামান্য আর্থিক সাহায্যই বাঁচাতে পারে জাহিদুলের কচি প্রাণকে। সেও সকলের ভালোবাসায় বেঁচে থাকতে চায় সবার মাঝে।
গত ৯ ডিসেম্বর এলাকাবাসীর সহযোগিতায় তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগে, বিএমটি ইউনিট ও হেমাটোলজি বিভাগীয় প্রধান, প্রফেসর ডা. এমএ খান স্যারের অধীনে চিকিসাধীন রয়েছে। ডাক্তার দ্রুত তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছন। তার চিকিৎসার জন্য আনুমানিক ১৫ লক্ষ টাকার প্রয়োজন বলেও জানান চিকিৎসক। যা তার দিনমজুর বাবা মো. নুরল আমিনের পক্ষে যোগান দেয়া একদমই অসম্ভব! তাই তিনি তার ছেলের চিকিৎসার জন্য বিত্তবান, সহৃদয়বান ব্যাক্তি ও মাননীয় সরকার মহোদয়শ সকলের সুদৃষ্টি ও সাহায্য চেয়েছেন।জাহিদুলকে সাহায্য পাঠানোর ঠিকানা:
মো. নুরল আমিন (জাহিদুলের বাবা)
01781020908 (বিকাশ)
017810209083 (রকেট)
সঞ্চয়ী হিসাব নং-262.151.004.4720
ডাচ-বাংলা ব্যাংক লি.,কুড়িগ্রাম শাখা
সার্বক্ষণিক যোগাযোগ:
মোবাইল: 01744833558

পুরোনো সংবাদ

নির্বাচিত 4786613631412894400

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item