রাণীশংকৈলে প্রাথমিক ও এবতেদায়ী সমাপনি পরীক্ষা শুরু

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মোট ১২ টি কেন্দ্রে ৫১৭৩ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেন। রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৬৮ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ২৬৮, ছাত্রী ২৪৯ জন ও এবতেদায়ীতে ছাত্র ১৩, ছাত্রী ৯ জন এবং মোট অনুপস্থিতি ২৯ জন  ।   মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৪৯ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ১৮২, ছাত্রী ২১৫ জন ও এবতেদায়ীতে ছাত্র ৩৪, ছাত্রী  ১৮জন এবং মোট অনুপস্থিতি ২৯ জন  । চাপোড় পারবর্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৬৭ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ১৫১, ছাত্রী ১৭১ জন ও এবতেদায়ীতে ছাত্র ৩৮, ছাত্রী ৭ জন এবং মোট অনুপস্থিতি ২৮জন  । ঝাড়বাড়ী গোগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৭২ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ১৫১, ছাত্রী ২২১ জন এবং মোট অনুপস্থিত ৯ জন। কাদিহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৪৯ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ২৩৩, ছাত্রী ২৬০ জন ও এবতেদায়ীতে ছাত্র ৩৯, ছাত্রী ১৭ জন এবং মোট অনুপস্থিতি ১১ জন  ।  ভরনিয়া মশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৮৭ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ২০৯, ছাত্রী ২৯০ জন ও এবতেদায়ীতে ছাত্র ৪৫, ছাত্রী ৪৩ জন এবং মোট অনুপস্থিতি ৫২ জন  ।  পূর্ব বলদানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২৬৭ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ১১৭, ছাত্রী ১৫০ জন এবং মোট অনুপস্থিতি ১১ জন  ।  রাতোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৭৯ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ২৭৬, ছাত্রী ২৭১জন ও এবতেদায়ীতে ছাত্র ১৭, ছাত্রী ১৫ জন এবং মোট অনুপস্থিতি ২২ জন  ।  নেকমরদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৭০৭ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ৩০২, ছাত্রী ৩৫২ জন ও এবতেদায়ীতে ছাত্র ৩৭, ছাত্রী ২৮ জন এবং মোট অনুপস্থিতি ৩৫ জন  । দোশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ২২২ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ১০২, ছাত্রী ১২২ জন ্এবং মোট অনুপস্থিতি ০৮ জন  । রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫৯১ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ২৬৮, ছাত্রী ৩০৩ জন ও এবতেদায়ীতে ছাত্র ১৩, ছাত্রী ৭ জন এবং মোট অনুপস্থিতি ০২ জন  ।    রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪৮২ জন এরমধ্যে প্রাথমিকে ছাত্র ১৮০, ছাত্রী ২৩২ জন ও এবতেদায়ীতে ছাত্র ৪৫, ছাত্রী ২৬ জন এবং মোট অনুপস্থিতি ১১ জন  । উপজেলায় মোট প্রতিবন্ধী পরীক্ষার্থীর সংখ্যা ১৬ জন। তার মধ্যে আলী আকবর অটিস্টিক প্রতিবন্ধি স্কুল থেকে মোট ৩জন পরীক্ষার্থী এবারে প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই বিষয়ে অটিস্টিক প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা এমপি সেলিনা জাহান লিটা আমাদের প্রতিনিধিকে বলেন “অনেক বাধা বিপত্তির মাঝে বিভিন্ন পরিবার থেকে প্রতিবন্ধি শিশুদের স্কুলে এনে ভর্তি করিয়ে তাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দীন বলেন পরীক্ষা সুন্দর ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে”।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8167915051507799963

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item