পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার সেই 'ভুয়া শিক্ষার্থীদের'

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নেওয়া সপ্তম শ্রেণির সেই তিন শিক্ষার্থীর পরীক্ষা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার সকালে ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা শিক্ষা অধিদপ্তর পঞ্চম শ্রেণির ভুয়া পরীক্ষার্থী মোছা: মায়মুনা আক্তার, ইমন হায়দার ও পারভীন আক্তারের পরীক্ষা বন্ধ করে দিয়েছে।

গত ২৪ নভেম্বর বিভিন্ন সংবাদ মাধ্যমে "ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী দিয়ে সমাপনী পরীক্ষা" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্থানীয় শিক্ষা অধিদপ্তর। সর্বশেষ শিক্ষা অধিদপ্তর ওইসব শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী সরকার বলেন, প্রতিদিনের সংবাদ পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামকে সরেজমিনে গিয়ে তদন্ত করার দায়িত্ব দেই। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেছে মর্মে রবিবার সকালে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর তাৎক্ষণিকভাবে ঢোলারহাট এসসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ওই তিনজন ভূয়া শিক্ষার্থীর পরীক্ষা নেয়া বন্ধ করে দেয়া হয়। তিনি বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ কাজটি খারাপ করেছেন; সেক্ষেত্রে পরবর্তীতে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7277706000687563380

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item