হরিপুরে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রেখেছে কালু নাপিত

  জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ

       গ্রামবাংলার ঐতিহ্য টিকিয়ে রাকতে ৩৫ বছর ধরে উপজেলার মশালডাঙ্গী গ্রামের কালু মিয়া (৫০) মানধাত্তার আমল থেকে পূর্ব পুরুষের প্রথা গ্রাম-গঞ্জের হাটে বাজারে মাটিতে বসে চুল কাটা স্মৃতি ধরে রাখতে নাপিতের কাজ করছে। সে গ্রামের বাড়ী-বাড়ী এবং হাটে-বাজারে গিয়ে মাটিতে মড়ায় বসে গ্রামের গরীব দুঃখি মানুষের অল্প পয়সায় মাথার চুল কেটে ও সেভ করে দিচ্ছে।
কালুর কাছে চুল কাটতে আসা জুয়েল বলেন, আমরা গ্রামের গরীব দুঃখি মানুষ দিনমজুর দিয়ে সংসার চালাই। বর্তমান যুগের সানসৈকত সেলুনে চুল কাটা ও সেভ করতে ৩০ থেকে ৪০ টাকা লাগে। তাই আমাদের গরীবের বন্ধু গ্রামের কালু নাপিতের নিকট ৫ টাকায় সেভ ও ১০ টাকায় চুল কাটাই। টাকা না দিলেও বাকীতে কাজ করে দেয়। কালু নাপিত বলেন, আমার ৪ ছেলে-মেয়ে ও আমরা স্বামী-স্ত্রী ২ জন। সারাদিন মাঠে কাজ করি আর বিকালে গ্রামের হাটে-বাজারে নাপিতের কাজ করতে যাই। এতে আমার বেশ ভালই আয় হয়। তা দিয়ে আমার সংসার বেশ ভালই চলে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 1636711356073888153

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item