হরিপুরে আমন ধানের বাম্পার ফলন,ধান গোছাতে ব্যস্ত কৃষক

জে.ইতি হরিপুর ঠাকুরগাও প্রতিনিধিঃ 


  ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলায় আমন ধান চাষে বাম্পার ফলন হয়েছে। ফসল ঘরে তুলতে দিনরাত মাঠে কাজ করছেন কৃষকরা। অনুক,ল আবহাওয়া , পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশি এবার জানিয়েছে কৃষকরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে মতে এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার  হেক্টর। কিন্ত লক্ষ্যমাত্রা চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে এবার আমন ধান । মোট আমন চাষ হয়েছে ১৬হাজার ১১৩ হেক্টর জমিতে । চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা, ব্রিধান-৩৪ ব্রিধান-৫১ ব্রিধান-৫২ এবং ব্রিধান-৬২-৭২ জাতের ধান বেশি চাষ করেছে । প্রতিটি জাতের  ধানে ফলনে লক্ষ্যমাত্রা ছড়াবে বলে আশাবার্দী । কৃষকের উঠানে এই ধান ওঠার পর কাকি্রাক্ষত দাম পেলে নবান্নের প্রকৃত ্আনন্দে মেতে উঠবেন এমনটি আশা করছে  উপজেলার কৃষকরা।
 সরেজমিনে কথা হয় উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া গ্রামের সইফুল ইসলাম,লতিফুর,হামিদুর,খোকা,ওয়াবুদ্দিনসহ অনেকের সঙ্গে।
তারা সবাই চলিত মৌসুমে ধানের বাম্পার ফলনে খুবই আনন্দিত। তারা জানান, প্রতি বিঘা(৩৩)রোপা আমন ধান চাষে বোরো ধান চাষের চেয়ে খরচ অনেক কম। তাছাড়া এ বছর আবহাওয়া অনুক,লে থাকায় রাসায়নিক সার কম লেগেছে। পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশি হয়েছে।তবে বাজারে ধানের মূল্য বর্তমান সময়ের মতো (১৭-১৮শ টাকা)থাকলে কৃষকদের শত কষ্টের শেষে মূখে হাসি থাকবে ।
 এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার নঈমুল হুদা সরকার জানান, আমন ধানের ফলন বাম্পার হয়েছে অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়বে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 4935999802443718880

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item