সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:

সৈয়দপুরে গণপ্রকৌশল দিবস - ২০১৭ ও  ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার (৮ নভেম্বর) দিবসটিতে আইডিইবি সৈয়দপুর  সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও  এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ বাংলাদেশ  রেলওয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের কার্যালয় চত্বরে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য দক্ষতা”  দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর  অনুষ্ঠিত সভায় আইডিইবি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী নুরুজ্জামান জোয়ারদার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন আইডিইবির সৈয়দপুর জেলা শাখার সম্পাদক প্রকৌশলী মো. মোনায়মুল হক।
পরে  সেখানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন বেলুল উড়িয়ে র‌্যালীর শুভ উদ্বোধন করেন। র‌্যালীতে আইডিইবির বিপুল সংখ্যক সদস্য অংশ নেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়।  

পুরোনো সংবাদ

নীলফামারী 28572843909758928

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item