সৈয়দপুরে বাল্যবিবাহ,জঙ্গীবাদ,মাদকবিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুরে বাল্যবিবাহ, জঙ্গীবাদ, মাদক বিরোধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার) বিকেলে সৈয়দপুর উপজেলার ৩ নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের উদয়ন সংঘ স্পোটিং ক্লাবের উদ্যোগে শাইল্ল্যার মোড়ে ওই সমাবেশের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী - ৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য  ও বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব মো. শওকত চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও পরিবহন শ্রমিক নেতা আখতার হোসেন বাদল এবং সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল।
এতে সভাপতিত্ব করেন উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী ওরফে দুলাল বাবু।
 সমাবেশের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন  বাঙ্গালীপুর ইউনিয়নের শাইল্ল্যার মোড়স্থ উদয়ন সংঘ স্পোটিং ক্লাবের সভাপতি মো. সেলিম রেজা সাজু।
এতে অন্যান্যদর মধ্যে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদ সদস্য মো. শামীম চৌধুরী, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  মো. রফিকুল ইসলাম বাবু, নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আজহার আলী, সাংবাদিক সাকির হোসেন বাদল,  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. তাজ উদ্দিন খন্দকার, উদয়ন সংঘ স্পোটিং ক্লাবের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম বাবু, সহ-সভাপতি আনোয়রুল ইসলাম বাবু ,সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ প্রমূখ।
সমাবেশের মঞ্চে আরো উপস্থিত ছিলেন সৈয়দপুর বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী,বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক প্রামানিকসহ অন্যান্যরা।
বাঙ্গালীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. লুৎফর রহমান খান পুরো সমাবেশটি পরিচালনা করেন।  
সমাবেশ আমন্ত্রিত অতিথি, সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, এলাকার বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক নারী পুরুষ  ও উদয়ন সংঘ স্পোটিং  স্পোটিং ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
 শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় ও অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করেন।        

পুরোনো সংবাদ

নীলফামারী 2450912948099399250

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item