ষষ্ঠবারের মতো নীলফামারী জেলার দীর্ঘমেয়াদী করদাতা সম্মাননা পেলেন সাইদুর রহমান সরকার

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

  একটানা ৬ বার নীলফামারী জেলার  দীর্ঘমেয়াদী করদাতা সম্মাননা পেলেন নীলফামারীর সৈয়দপুরের মেসার্স সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. সাইদুর রহমান সরকার।
রংপুর কর অঞ্চল গত বুধবার রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এবারের করদাতা এবং কর বাহাদুর পরিবার সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ ও বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল রংপুর এর কর-কমিশনার মো. হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতা এবং কর বাহাদুর পরিবারের সদস্যদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে  নীলফামারী জেলায় ষষ্ঠবারের দীর্ঘমেয়াদী সম্মাননা পেয়েছেন সৈয়দপুরের সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব মো. সাইদুর রহমান সরকার।
 অনুষ্ঠানে আলহাজ্ব মো. সাইদুর রহমান সরকারের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা।
প্রসঙ্গত, সৈয়দপুরের মেসার্স সরকার এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মো. সাইদুর রহমান সরকার এবার নিয়ে একটানা ছয় বার সর্বোচ্চ শ্রেষ্ঠ করদাতার সম্মাননা পেলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 6503711825586504007

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item