রোহিঙ্গাদের জন্য ২৩১২ কোটি টাকার প্রকল্প অনুমোদন

 ডেস্ক:
নোয়াখালীর ভাসানচরে সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে রোহিঙ্গা শিবির। এক লাখ রোহিঙ্গার আবাসন নির্মাণের প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩১২ কোটি টাকা। একনেক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
২৫ আগস্টের পর মিয়ানমারের রাখাইন থেকে পালিয়ে আসা সাত লাখসহ বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখ। পাহাড়ি জমি ও বন কেটে আবাসনের চাহিদা মেটাচ্ছে কক্সবাজার আশ্রয় নেয়া রোহিঙ্গারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নোয়াখালীর ভাসানচরে এক লাখ রোহিঙ্গার জন্য আবাসন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ টাকার পুরোটাই দেয়া হবে সরকারি তহবিল থেকে। ২০১৯ সালের মধ্যে বাস্তবায়ন হবে এ প্রকল্প।
রোহিঙ্গারা মিয়ানমারে ফেরত গেলে এই আবাসন বরাদ্দ দেয়া হবে দেশের দুস্থ মানুষদের। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের ক্ষতিগ্রস্তদেরও সাহায্য করা হবে বলে জানান মন্ত্রী। একনেক সভায় প্রায় ১১ হাজার কোটি টাকার মোট ১৪টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে ১২ নতুন এবং ২টি সংশোধিত প্রকল্প।

পুরোনো সংবাদ

প্রধান খবর 8537347387423657012

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item