উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে- মেয়র ঝন্টু

এস.কে.মামুন-
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেছেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী। বঙ্গবন্ধু না থাকলে এদেশ স্বাধীন হতো না।  জাতিরজনকের সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে গেছে। আওয়ামীলীগ সরকার যখন ক্ষমাতায় থাকে তখন এদেশের মানুষ সুখে শান্তিতে থাকে। দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়। তাই আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে রংপুরের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে নৌকা মার্কায় ভোট দিতে হবে। উন্নয়নের স্বার্থে নৌকা মার্কার বিকল্প নেই। নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। গতকাল শুক্রবার সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ডের আজিজুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এক মত বিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে দেশের হাল ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়। জয় রংপুরের ছেলে। তার হাতকেও শক্তিশালি করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি এ অঞ্চলের মানুষের আবেগকে পুঁজি করে ভোট বাণিজ্য করছে। নির্বাচনে জয় লাভ করার পর ওই এলাকার এমপি’র দেখা পায়না জনগণ। ফলে ওই দলের দ্বারা উন্নয়নের আশা নেই। এবার নির্বাচনের সময় জনগণ যাতে আবেগ তাড়িত না হয় এজন্য তিনি নেতাকর্মীদের মাঠ পর্যায়ে কাজ করার আহবান জানান। তিনি আরো বলেন আপনারা আমার কাছে যে আমানত দিয়েছেন। তার কোন খেয়ানত হয়নি। আগামীতে আমি আমানতের কোন প্রকার খেয়ানত করবো না এই বিশ্বাস আমার ওপর রাখতে পারেন। আমি যদি আর একবার নির্বাচিত হতে পারি শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার পাশপাশি রংপুরকে সোনার রংপুর বানানোর চেষ্টা করবো। বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবক সাইদুল ইসলাম, মাওলানা বদিউজ্জামান, মহানগর দোকান মালিক সমিতির আহবায়ক মোয়াজ্জেম হোসেন মিঠু প্রমুখ।

পুরোনো সংবাদ

রংপুর 6279181547900236847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item