আওয়ামী লীগের ভোট ব্যাংক নষ্ট করতেই পাগলাপীরে হামলা করা হয়েছে- প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র

 হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
মৎস্য ও প্রাণিস¤পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, আওয়ামী লীগের ভোট ব্যাংক নষ্ট করতেই পাগলাপীরের ঠাকুরপাড়ায় হামলা করা হয়েছে। এ ঘটনার মূলে কারা জড়িত সেই বিষয়ে তদন্ত চলছে, খুব শিগগিরই বেড়িয়ে আসবে কে বা কারা অপরাধী। তবে অপরাধীরা যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। বৃহস্পতিবার রংপুরে ফেসবুকে ধর্ম অবমাননার স্ট্যাটাস দেয়ার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, ভাংচুর ও বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভয়ভীতি দেখিয়ে বাংলাদেশের হিন্দুদের দেশ ছাড়ার করার দিন শেষ হয়ে গেছে। এই দেশ সকল ধর্মের মানুষের। এখানে সকল ধর্মের মানুষ নিরাপদ। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্রের নেতৃত্বে আওয়ামী লীগের ১২ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন, সাবেক পানি স¤পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, হুইপ শহিদুজ্জামান সেলিম এমপি, মনোরঞ্জন গোপাল এমপি, রনজিত রায় এমপি, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক পঙ্কজ দেবনাথ এমপি এবং স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. রেজাউল করিম রাজু, সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক একেএম হালিমুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি প্রমুখ। পরে ক্ষতিগ্রস্ত ১১ পরিবারের মাঝে নগদ ২০ হাজার টাকা ও ৩টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা এবং ৩টি মন্দিরের জন্য ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 4628388459480365696

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item