পাগলাপীরে অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্থ এলাকায় ভারতীয় হাই কমিশনার, জাপার মহাসচিব ও জেলা আঃ লীগের পরিদর্শন ॥

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর থেকে ঃ
ফেসবুকে ধর্মকে অবমাননার অভিযোগ তুলে রংপুরের পাগলাপীরের ঠাকুর পাড়ায় দুর্বৃত্তরা হিন্দু সম্প্রদায়দের বাড়ীঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকায় পৃথক ভাবে পরিদর্শন করলেন ভারতীয় হাই কমিশনার হর্ষবধন, জাতীয় পার্টির কেন্দ্রীয় মহসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি ও সধারন সম্পাদক এড. রেজাউল করিম রাজুর নেতৃত্বে রংপুর জেলা আওয়ামীলীগ অংগসংগঠন নেতৃবৃন্দ।  সোমবার সকাল ১০টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে সড়ক পথে রংপুর যাওয়ার প্রাক্কালে ভারতীয় হাই কমিশনার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ৩৫/৪০ মিনিট সেখানে অবস্থান করেন। এ সময় তার সঙ্গে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার এমপি সৈয়দপুর বিমান বন্দর থেকে সড়ক পথে রংপুর যাওয়ার প্রাক্কালে তিনি ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে জাপা মহাসচিব হুসাইন মুহাম্মদ এরশাদের নির্দেশে ক্ষতিগ্রস্থ ১০ পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা বিতরন করেন। এ সময় তার সঙ্গে জাতীয় পার্টির জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপর দিকে বেলা ৩টায় সৈয়দপুর বিমান বন্দর থেকে সড়ক পথে রংপুর যাওয়ার প্রাক্কালে রংপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. রেজাউল করিম রাজুর নেতৃত্বে আওয়ামীলীগ জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন কালে সাধারন সম্পাদক এড. রেজাউল করিম রাজু শেখ হাসিনার নির্দেশে তাঁরই দেওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, ধুতি ও শুকè খাবার বিতরন করেন। পরিদর্শনকালে সাধারন সম্পাদক রেজাউল করিম রাজু ক্ষতিগ্রস্থ পরিবারের নারী পুরুষ সকলের সাথে কথা বলেন, তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি আমরা দলের নেতৃবৃন্দ আপনারদের পাশে দাড়িয়েছি এবং ভবিষ্যতে থাকব। আপনাদের বাড়ীঘর নির্মান সহ সব ধরনের সহযোগীতা আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়ে আমাকে এখানে পাঠিয়েছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের অর্থায়নে ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী নির্মানে কাজ পুরোদমে চলছে। পরে ঠাকুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সুধি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে বক্তব্য রাখেন আওয়ামীলীগ জেলা সভাপতি মমতাজ উদ্দিন, সাধারন সম্পাদক এড. রেজাউল করিম রাজু, আইন বিষয়ক সম্পাদক এড. রতিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, কোষাধ্যক্ষ আবুল কাশেম পাটোয়ারী, সহ প্রচার সম্পাদক রোজি রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি, জেলা পরিষদ সদস্য সিরাজুল ইসলাম প্রামানিক, আওয়ামীলীগ সদর উপজেলার আহ্বায়ক এমদাদুল হক দুলু, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, একেএম হালিমুল হক, জেলা সদস্য জাকির হোসেন শাহ, সদর উপজেলা সদস্য সাংবাদিক পলাশ চন্দ্র রায় ও গংগাচড়া নোহালী ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ টিটু সহ জেলা উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।

পুরোনো সংবাদ

রংপুর 5429984656384818688

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item