পাগলাপীরে ক্ষতিগ্রস্থ এলাকায় হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের অনুদান প্রদান ও পরিদর্শন ॥

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধি ঃ
ফেসবুকে ধর্মকে অবমাননার অভিযোগ তুলে রংপুরের পাগলাপীরের ঠাকুর পাড়ায় দুর্বৃত্তের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায় এলকায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করেছেন। শনিবার দুপুর সাড়ে ১২টায় সাংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এড. রানা দাস গুপ্ত এর নেতৃত্বে সফররত কেন্দ্রীয় জেলার নেতৃবৃন্দ পরিদর্শন করেন। পরিদর্শনকালে এড. রানা দাস গুপ্ত সাংবাদিকদের ব্রিফিংকালে সরকার পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন এ ঘটনার পর সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ি নির্মান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার আন্তরিকতার পরিচয় দিয়েছেন। সংখ্যা লঘু হিন্দু সম্প্রদায়েরা নির্বিঘেœ পরিবার পরিজন নিয়ে মাতৃভূমিতে বসবাস করতে পারে এ জন্য নিরাপত্তা জোড়দার রাখার দাবি জানান। তিনি আরও বলেন অভিযুক্ত টিটু কে গ্রেফতার করে পুলিশ ৪ দিনের রিমান্ড আবেদন করেছেন। কিন্তু এ  সন্ত্রাসী হামলার ঘটনার জড়িতদের গ্রেফতার করা হলেও পুলিশ তাদের রিমান্ড আবেদন না করায় পুলিশ প্রসাশন ও সরকারের প্রতি উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে তিনি আরও বলেন চট্টগ্রামের রামু, নাসির নগর ও পাগলাপীরের ঠাকুরপাড়ার ঘটনা আর যাতে পুনরাবৃত্তি না ঘটে এ জন্য সরকার ও তার প্রশাসনকে সজাগ থাকতে আহ্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, কোতয়ালী থানার ওসি বাবুল হোসেন, গঙ্গাচড়া থানার ওসি জিন্নাত আলী, হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, খলেয়ার ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, সফররত হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, ক্যাপ্টেন সচীন কর্মকার, সাংগঠনিক সম্পাদক পদ্মাবতি দেবী (রাজশাহী), স্বপ্না বিশ্বাস (রংপুর), সহ সম্পাদক রমাকান্ত রায়, সদস্য এড. দিপক কুমার সাহা, রংপুর জেলার সভাপতি বনোমালী পাল, সধারন সম্পাদক স্বপন রায়, আইন বিষয়ক সম্পাদক এড. নরেশ চন্দ্র সরকার, পূজা উদ্যাপন পরিষদ জেলা সভাপতি এড. রতিষচন্দ্র ভৌমিক বাবু সোনা, মহানগর সভাপতি, সুব্রত সরকার মুকুল, সহ সম্পাদক অলোক নাথ, জেলা মহানগর উপজেলা সদস্য গৌতম মহন্ত, উৎপল ভৌমিক, প্রতাপ রায়, লাল মোহন বর্মন, দেব্রবত মজুমদার, পলাশ চন্দ্র রায়, ধীমান ভট্টাচার্য সহ রংপুর বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ।  

পুরোনো সংবাদ

রংপুর 6421595872818552209

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item