পাগলাপীরের ক্ষতিগ্রস্থ এলাকায় মানবধিকার সংস্থার পরিদর্শন।

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
ফেসবুকে ধর্মঅবমাননার অভিযোগ তুলে রংপুরের পাগলাপীরের ঠাকুর পাড়ায় হিন্দু সম্প্রদায়দের বাড়িঘর ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ ঘটনায় গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (এঐজউ) নামে একটি মানবধিকার সংস্থার প্রতিনিধি দল পরিদর্শন করেছেন।গতকাল বুধবার দুপুর ১২টায় সংস্থার চেয়্যারম্যান রবিন্দ্র ঘোষের নেতৃত্বে ৮সদস্যের একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্থ হিন্দু ধর্মাবলী নারী পুরুষ সহ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নানা বিষয়ে খোজ খবর নেন।পরিদর্শন শেষে সংস্থার চেয়্যারম্যান রবিন্দ্র ঘোষ রংপুর সদর উপজেলার নির্বাহি অফিসার মোঃ জিয়াউর রহমানের সঙ্গে এক মত বিনিময় করেন। উক্ত মত বিনিময় কালে সংস্থার চেয়্যারম্যান ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্য বলেন “অগ্নি সংযোগের পর সরকার ও তার প্রশাসন ক্ষতিগ্রস্থ দের পূর্ণবাসনে ঘরবাড়ি নির্মান সহ নানা উদ্দ্যেগ গ্রহন করেছেন।এতে ক্ষতিগ্রস্থ হিন্দু ধর্মবলীরা কুলে উঠতে সক্ষম হলেও দূৃবৃত্তের তান্ডব লীলার আতঙ্ক তাদের মাঝে আজও বিরাজ করছে।তাই ক্ষতিগ্রস্থদের মধ্যে যতদিন আতঙ্ক দূর হয়নি ততদিন পর্যন্ত সরকার প্রশাসন তাদের নিরাপত্তার জোরদার রাখবে বলে তিনি আহব্বান করেন।এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গংগাচড়া থানার ওসি মোঃ জিন্নাত আলী, সদরের হরিদেবপুর ইউপি চেয়্যারম্যান ইকবাল হোসেন,খলেয়ার ইউপি চেয়্যারম্যন ফারুক হোসেন, নোহালী ইউপি চেয়্যারম্যন আবুল কালাম আজাদ (টিটু), খলেয়া ইউনিয়নের ্ ইউপি সদস্য সুনীল চন্দ্র সরকার, হরিদেপুর ইউপি সদস্য জাহঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য পলাশ চন্দ্র রায়,সংস্থার দিনাজপুর জেলার সভাপতি কমল কান্তি কর্মকার,সম্পাদক শ্যামল কান্তি,সদস্য ধনঞ্জয় মহন্ত,রাজিব চন্দ্র সাহা,বিশ্বজিৎ সাহা, জ্যোতিস্ময় ব্যানার্জী, বাদল চন্দ্র প্রমুখ।

পুরোনো সংবাদ

রংপুর 3200340941906185924

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item