রংপুরে রাস উৎসব মেলা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী রাঙ্গা

হাজী মারুফ ঃ
রংপুরের শ্রী শ্রী মদনমোহন ঠাকুরবাড়ী (অখড়া),পালপাড়া মন্দ্রিরে ৭দিন ব্যাপী রাস উৎসব মেলার অনুষ্ঠানে পরিদর্শন ও মন্দিরের ভক্ত নিবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন  প্রধান অতিথি পলীø উন্নয়ন ও সমাবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। গতকাল বহস্পতিবার সন্ধায় শ্রী শ্রী মদোনমোহন ঠাকুরবাড়ী (অখড়া), পালপাড়া মন্দ্রির কমিটির উদ্যোগে মহাবতার ভগবান শ্রী কৃষ্ণের রাস উৎসব মেলা অনুষ্ঠানে মন্দির কমিটির সভাপতি নিখিলেন্দ্র শংকর গুহ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিষেশ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মিও কল্যান ট্রাস্টের ট্রাস্টি এ্যাড. রথীশ চনাদ্র ভৌমিক বাবু সোনা, ২০নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম, অধ্যাপক বাবু মলয় কিশোর ভট্টাচার্য, করুনাময়ী কালীবাড়ি মন্দিরের সাধারন সম্পাদক বাবু অজয় প্রসাদ বাবন। এর আগে গত  ৪ নভেম্বর ৭দিন ব্যাপী রাস উৎসব মেলার অনুষ্ঠানে উদ্বোধন করেন বিশিষ্ঠ ব্যবসায়ী ও সামাজ সেবক মনোজ কুমার বনিক।

পুরোনো সংবাদ

রংপুর 6580060161586049744

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item