পঞ্চগড়ে কমতির দিকে শীতকালিন সবজীর দাম

মো: তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে কমতির দিকে শীতকালীন সবজীর দাম বর্তমানে পঞ্চগড়ে শীতকালীন সবজীতে বাজার ভাে উঠেছে। গেল এক সপ্তাহ ধরে স্থানীয় বাজারগুলোতে সব ধরনের শীতকালীন সবজী পাওয়া যাচ্ছে। তাই সেই কাক ডাকা সকালে চাষীরা তাদের ক্ষেতের সবজী তুলে বাজারে আনছেন। ব্যবসায়ীদের আনাগুনাও বেশ চোখে পড়ার মতো। এছাড়া আমদানী বেড়ে যাওয়ায় শীতকালীন সবজীর দামও কমতির দিকে বলে ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন। খোঁজনিয়ে জানা যায় আমাদের পঞ্চগড় উত্তরাঞ্চলের সবজীর বাজার অন্যতম উপজেলা এখানে বছর জুড়ে চলে সবজী চাষ। উপজেলার হাড়িভাসা, টুনিরহাট, চাকলা, জগদল, ফুলতলা। এসব এলাকার প্রায় এশতাধিক গ্রামের কম বেশি সবজীর চাষ করা হয়। এদিকে সবচেয়ে বেশি সবজীর চাষ হয় হাড়িভাসা ও চাকলা, টুনিরহাট ইউনিয়নে। এই ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকের প্রধান আবাদ যোগ্য ফসল নানা জাতের সবজী চাষ। গ্রামগুলোর মধ্যে হাড়িভাসা, টুনিরহাট, চাকলা, ফুলতলা উল্লেখযোগ্য। স্থানীয় কৃষি অফিস জানান চলতি মৌসুমে পঞ্চগড়ের প্রায় একহাজার হেক্টর জমিতে রকমারি সবজী চাষ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখাযায় এসব এলাকায় কেউ তাদের জমির সবজী তুলছেন আবার অনেকেই ক্ষেতে পরিচর্যা করছেন। আবার কেউ নতুন জমি তৈরিতে ব্যস্ত। হাড়িভাসার সবজী চাষি মো: হায়দার আলী ও মো: খাজমত আলী জানান এসব গ্রামে প্রায় সব ধরনের সবজীর চাষ করা হয়। এখনকার কৃষকরা সবজী চাষে অনেকটা নিজেরাই অভিজ্ঞ। এসব গ্রামে শীত, গ্রীষ্ম বলে কথা নেই। বছরের বারো মাসেই এখানে বিভিন্ন জাতের সবজীর চাষ করা হয়। এর মধ্যে শিম, আলু, বেগুন, পটল, বাধাকপি, ফুলকপি, টমেটো, মুলা, করলা, লাউ, মিষ্টি কুমড়া, পেয়াজ, কাচামরিচ, গাজর চাষ উল্লেখযোগ্য। সবজী চাষি মো: হায়দার আলী সহ একাধিক ব্যক্তি জানান এসব গ্রামে উৎপাদিত রকমারি সবজী স্থানীয় বাজারের চাহিদা মেটিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় যায়। বর্তমানে সবজীর বাজার কমতির দিকে হলেও প্রতিকেজি নতুন আলু ৭০, পুরাতন আলু ২০, ফুলকপি প্রতিপিছ ৩০, বাধাকপি ১৫-২০, শিম প্রতি কেজি ৫০-৬০, বেগুন ১৫-২০, মুলা ৮-১০, কাচামরিচ ৮০, টমেটো ৮০, পিয়াজ ৮০, বটবটি ৩০, লাউ প্রতিপিছ ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে বলে বিক্রেতারা জানান।

পুরোনো সংবাদ

এক ঝলক 4808661330141491431

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item