পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৬ সাংবাদিক লাঞ্চিত

মোঃ তোতা মিয়া,পঞ্চগড় প্রতিনিধি।

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংবাদ সংগ্রাহ করতে গিয়ে ৬ সাংবাদিক লাঞ্চিত হয়েছে। জানা যায় সোমবার দুপুরে দেবীগঞ্জ পৌরসভা কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় পৌরসভা কাউন্সিলার উপজেলা যুবলীগের এক পক্ষের কয়েকজন নেতাসহ সাংবাদিকর্মীদের অবরুদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ তাদের উদ্ধার করে। এ ঘটনায় মঙ্গলবার জরুরী বৈঠক ডেকেছেন সাংবাদিক নেতারা। লাঞ্চিতের শিকার সাংবাদিক কর্মী ও স্থানীয়রা জানান দেবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কয়েকজন সাংবাদিকের উপস্থিতে একটি সংবাদ সম্মেলন করেন এ বিষয়ে বক্তব্য নিতে সোমবার (২৭ নভেম্বর) দুপুরে দৈনিক ইত্তেফাক জেলা প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, আরটিভির রাজিউল ইসলাম রাজু, মানবজমিনের সাবিবুর রহমান সাবির, বাংলাদেশ প্রতিদিনের সরকার হায়দার বিবিসির মোঃ লুৎফর রহমান এবং ৭১টিভির জেলা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম দেবীগঞ্জে যান। দুপুরে তারা পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে কথা বলেছিলেন। হঠাৎ উপজেলা যুবলিগের সাধারন সম্পাদক রাজু আহমেদ মিঠু, সামিনুর রহমান শাওন, যুবলীগ নেতা আয়লাল হকসহ স্থানীয় যুবলীগের এক পক্ষের কয়েকজন নেতাকর্মী সাংবাদিকদের গালমন্দ করলে। তারা চিৎকার করে বলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কারা নিউজ করতে এসেছেন বের হন। এক পর্যায়ে তারা কক্ষ থেকে সাংবাদিকদের টেনে বের করার চেষ্ঠা করেন। এ সময় আওয়ামীলীগ নেতা ও পৌর কাউন্সিলর আকসাদুল ইসলাম তাদের বাধা দিলে তাকে মারপিট করে নেতাকর্মীরা। তারা সাংবাদিক সাজ্জাদুর রহমানকে ধাক্কা ও দেন। পরে সাংবাদিকরা পৌর কার্যালয়ের ভেতরে অবস্থান নেয়। খবর পেয়ে দেবীগঞ্জের থানা পুলিশের ওসি মোঃ আমিনুল ইসলাম সহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরুজুল ইসলাম বলেন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পৌরকার্যালয়ে আমাদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় যুবলীগের কয়েকজন নেতাকর্মী উত্তেজিত হয়ে গালাগালি করায় এ বিশৃঙ্খলার সৃষ্টি হয় পরে পুলিশ এসে বিষয়টি সমাধানে আনেন। এ বিষয়ে পঞ্চগড়ের সর্বস্তরের সাংবাদিক নেতারা নিন্দা জানান।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 982578403734508317

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item