পঞ্চগড়ে পতাকা বিহীন অবস্থায় প্রাথমিক শিক্ষার পাঠদান

মোঃ তোতা মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের মারেয়া মডেল হাইস্কুলে ২১ নভেম্বর তারিখে প্রাথমিক সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই স্কুলে বিভিন্ন এলাকার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগণ সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে। অনেক ছাত্র-ছাত্রী হওয়ার কারনে এই সেন্টারে আসন সীমিত হওয়ায় কেন্দ্রসচিব ৬০০ গজ দূরে ৩৮নং মারেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাকী ছাত্র-ছাত্রীদের পরীক্ষার আয়োজন করে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: চাঁদ সুলতানার উপস্থিতিতে পতাকা বিহীন পরীক্ষা অনুষ্ঠিত হলে এলাকার সচেতন মানুষের বিষয়টি নজরে আসলে তারা বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানালে প্রতিষ্ঠানের সাংবাদিকরা উপস্থিত হয়ে ঘটনার সত্যতা দেখতে পায়। এই বিষয়ে হাই স্কুলের কেন্দ্রসচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সপেন্দ্রনাথ বর্মন এর সাথে কথা বললে তিনি জানান, আমার স্কুলে আমি পতাকা উঠিয়েছি এটাই আমার শেষ কথা।এই বিষয়ে প্রধান শিক্ষিকা মোছা: চাঁদ সুলতানা এর সাথে কথা হলে তিনি মারেয়া মডেল হাই স্কুলের চতুর্থ শ্রেণীর এক কর্মকর্তাকে বলেন সাংবাদিক ভাইদের দুইশত টাকা চা খাওয়ার জন্য দিতে বলেন এবং সাংবাদিকদের বলেন পতাকা উত্তোলনের সময় পাইনি তাই পতাকা উত্তোলন হয়নি। এ বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: আব্দুর রাজ্জাক এর সাথে কথা হলে তিনি বলেন এই পতাকার বিষয়ে এর আগেও প্রধান শিক্ষিকাকে সতর্ক করা হয়েছিল কিন্তু তিনি প্রায় এই কাজটি করেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 7673776103461103830

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item