পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীতে বোমা মেশিনে পাথর উত্তোলনের মহোৎসব

মোঃ সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ ও বোদা উপজেলার করতোয়া নদীতে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের মহোৎসব চলছে। জেলা প্রশাসন বার বার ভ্রাম্যমান আদালত পরিচালনা করলেও বন্ধ হচ্ছে না ভূগর্ভস্থ পাথর ও বালি উত্তোলন। দেশের উত্তোরবঙ্গে এক শ্রেণী লোভী মানুষ এই বোমা মেশিন ব্যবহার করে জীব বৈচিত্র কে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশ বৈচিত্র। দেবীগঞ্জ ও বোদা উপজেলায় বোমা মেশিন ব্যবহার করে করতোয়া নদীর ভূগর্ভস্থ হতে পাথর বালি উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে এক শ্রেণীর মানুষ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কিন্তু এই বোমা মেশিন দিয়ে ভূগর্ভস্থ পাথর ও বালি উত্তোলনের ফলে নদীর প্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি সহ পরিবেশ বিপর্যয় দেখা দিচ্ছে। দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর পাথরের ইজারাদার খোকা শালডাঙ্গা ইউনিয়নের অমরখানায় ৪টি, ধুলাবাড়ি এলাকায় ২টি সোনাপাতিলায় ২টি, ঢাকাইয়া পাড়ায় ২টি, এছাড়া দেবীগঞ্জের করতোয়া সেতু সংলগ্ন দক্ষিন পাশে ২টি বোমা মেশিন দিয়ে বালি ও ২টি বোমা মেশিন দিয়ে ভূগর্ভস্থ হতে পাথর উত্তোলন করছে। দেবীগঞ্জের ঐতিহ্যবাহী করতোয়া সেতুটি হুমকীর মুখে পতিত হয়েছে। এছাড়াও বোদা উপজেলার মারেয়া ইউনিয়নের কাউয়াখাল গুচ্ছ গ্রাম সংরগ্ন করতোয়া নদীতে ও কালিয়াগঞ্জ হাট সংলগ্ন করতোয়া নদীতে ৯টি বোমা মেশিন দিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ পাথর উত্তোলন করছে স্থানীয় কিছু অসাধু পাথর ও বালু ব্যবসায়ী। ইতিমধ্যেই বোমা মেশিন ব্যবহারের ফলে করতোয়া নদীর বৈচিত্র বিলীন হওয়ার পথে। বোদা ও দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীতে গত কয়েক বছর আগেও বড় বড় মাছ পাওয়া যেতো। কিন্তু এখন করতোয়া নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্থ হওয়ার ফলে নদীতে চর পরে করতোয়া নদীর মাছ বিলুপ্তির পথে। মাঝে মাঝে প্রশাসন ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে দুই-একদিন বন্ধ থাকলেও পরবর্তীতে আবারও স্বাভাবিক ভাবে চলতে থাকে। এবিষয়ে দেবীগঞ্জ উপজেলার করতোয়া নদীর পাথরের ইজারাদার পরিচয়ধারী বোমা মেশিন মালিক জানায় এতো টাকা দিয়ে ইজারা নিয়েছি, তারপরেও প্রশাসনকে ম্যানেজ করে নদীতে পাথর উত্তোলন করি। দেবীগঞ্জ ও বোদা থানার অফিসার ইনচার্জদ্বয়ের সাথে কথা বললে জানায়, এটা জেলা প্রশাসনের বিষয়। জেলা প্রশাসন চাইলে ব্যবস্থা নিবো। পঞ্চগড় জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল জানায় করতোয়া নদীতে পরিবেশ বিপর্যয়কারী বোমা মেশিন ব্যবহার করতে দেয়া হবে না। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6808701611356174339

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item