নীলফামারীতে দক্ষ জনবল গড়তে অবহিতকরণ কর্মশালা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥
নীলফামারীতে স্কীল ফর এমপ্লয়মেন্ট ইসবেস্টমেন্ট (সেইপ) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের সহযোগিতায় ওই অবহিতকরণ কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহীনুর আলমের সভাপতিত্বে বক্তৃতা দেন প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুজিবুর রহমান। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুইয়া, সাংবাদিক তাহমিন হক ববী, মিল্লাদুর রহমান মামুন, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রশীদ প্রমুখ।কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থ মন্ত্রনালয়ের স্কীল ফর এমপ্লয়মেন্ট ইসভেস্টমেন্ট (সেইপ) প্রকল্পের সমন্বয়কারী জিয়া উদ্দিন।
কর্মশালায় জানানো হয়, দারিদ্র বিমোচন ও টিকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষে ২০২০ সালের মধ্যে পাঁচ লাখ দক্ষ জনশক্তি গড়ার কাজ হাতে নিয়েছে অর্থ মন্ত্রনালয়ের স্কীল ফর এমপ্লয়মেন্ট ইসভেস্টমেন্ট প্রকল্প। এর অধীনে বৃত্তি প্রদানের মাধ্যমে বিভিন্ন কারিগড়ি প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ওই প্রকল্পের অধীনে কারিগড়ি প্রশিক্ষণ প্রদান করে ২০২১ সালের মধ্যে ১৫ লাখ দক্ষ জনবল গড়ে তোলা হবে।



পুরোনো সংবাদ

নীলফামারী 5760886626350498986

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item