সৈয়দপুরে মরহুম সামশুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  :

সৈয়দপুরে প্রয়াত সামশুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল (শনিবার)  বিকেলে রেলওয়ে মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন। রেলওয়ে মাঠে খেলোয়াড়বৃন্দ নামের একটি সংগঠনের ব্যানারে ওই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও নীলফামারী জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির ক্রীড়া সম্পাদক মো. শরিফুল ইসলাম রিপন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জোবায়দুর রহমান শাহীন।
উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র- ১ মো. জিয়াউল হক জিয়া, বোতলাগাড়ী ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী,আওয়ামী লীগ সৈয়দপুর পৌর শাখার সিনিয়র সহ-সভাপতি মো. ইদ্রিস আলী,সাবেক পৌর কাউন্সিলর সরকার মো. কবির উদ্দিন ইউনুছ,অধ্যক্ষ মো. আব্দুল মবিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ী স্পোটিং ক্লাব বনাম শহরের নতুন বাবুপাড়াস্থ রবি একাদশ পরস্পরে মুখোমুখি হয়। এতে বাঁশবাড়ী স্পোটিং ক্লাব ৩- ০ গোলে রবি একাদশকে পরাজিত করে। উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন নীলফামারীর গোবিন্দ। সহকারি রেফারী ছিলেন কৃষ্ণ ও খোকন। টুর্ণামেন্টর উদ্বোধনী দিনে উপজেলার  বিভিন্ন বয়সী বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
 এ টুর্ণামেন্টে মোট ৩২টি ফুটবল দল অংশ নিচ্ছে। টুর্ণামেন্টের দ্বিতীয় দিনে আজ (রোববার) শহরের নতুন বাবুপাড়া ব্রাদার্স ইউনিয়ন বনাম সৈয়দপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার প্রখ্যাত শ্রমিক নেতা ও রেলওয়ের সাবেক ক্রীড়া সংগঠক প্রয়াত সামশুল হক স্মরণে ওই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। মরহুম সামশুল হক ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের বাবা।

পুরোনো সংবাদ

নীলফামারী 4354344368054498376

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item