নীলফামারীতে মানবাধিকার কমিশনের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ নবেম্বর॥
মানবাধিকার রক্ষায় আরো সক্রিয় ভূমিকা পালনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আঞ্চলিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নীলফামারীতে। আজ শনিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক জাতীয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ হোসনে আরা লূৎফা ডালিয়া। সম্মেলন উদ্ধেধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ড. সাইফুল ইসলাম দিলদার। সম্মেলনে মানবাধিকার কমিশনের উত্তরাঞ্চলের রংপুর, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।
সম্মেলনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, মানবাধিকার কমিশনের সদস্য অস্টেলিয়া প্রবাসী আইজিদ আরাফাত, রংপুর জেলার সভাপতি দিলীপ কুমার সাহা, মহানগর শাখার সভাপতি সফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আব্রাহাম লিংকন, জয়পুরহাট শাখার সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, সহসাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলামসহ অন্যান্য জেলার প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন মানবাধিকার কমিশনের নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল জলিল ও  সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান।
সম্মেলনের আগে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।



পুরোনো সংবাদ

নীলফামারী 1516955108173838127

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item