নীলফামারীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৩ নবেম্বর॥
সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা প্রাপ্তির দাবিতে নীলফামারী জেলার  চারটি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা আজ সোমবার সকাল হতে বিকাল পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের ডাকে আজ সোমবার সকাল থেকে নীলফামারী, সৈয়দপুর ,ডোমার ও জলঢাকা পৌরসভায় এই কর্মসূচি পালন করা হয়। এতে চারটি পৌরসভার সকল কার্যক্রম বন্ধ ছিল।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত  মোতাবেক পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে শতভাগ বেতন-ভাতা ও পেনশন সুবিধার দাবি তুলে নীলফামারী পৌরসভা ভবনের প্রবেশমুখে কর্মসূচির সমর্থনে অবস্থান নেয়।

এ সময় নীলফামারী পৌরসভা অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সুজন সাহা, নীলফামারী পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিক রেজা,প্রধান হিসাব রক্ষক এ,বি,এম গোলাম মোস্তফা, পৌর কর্মচারী  আব্বাস আলী, নুরুজ্জামান বাবু প্রমুখ। এ সময় বক্তারা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 3173719202449508121

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item