নীলফামারীতে ৭০বস্তা ভেজাল সারসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ

ইনজামাম-উল-হক নির্ণয়,নীলফামারী ॥
সত্তোর বস্তা ভেজাল সারসহ তিনজনকে আটক করেছে নীলফামারী গোয়েন্দা পুলিশ। রবিবার (৫ নবেম্বর) রাতে শহরের কালিতলা তিস্তা সেচ ক্যানেলের পরিদর্শন সড়ক থেকে মাহেন্দ্র পিকআপসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় ভেজাল সার উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিকসহ চারজনের নামে মামলা করেছে ডিবি পুলিশ।
আটকরা হলোঃ- সৈয়দপুর শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি এলাকার সেকেন্দার দাসের ছেলে পিকআপ চালক গোপাল দাস(৩০), হেলপার হাতিখানা মহল্লার মানিক দাসের ছেলে কৃষ্ণ দাস(২০) ও সার বহনকারী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার চক সুখদেব এলাকার কসির আলীর ছেলে বাবুল সরকার(৫০)।
গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম জানান, সৈয়দপুরে অনুমতিহীন এডিসি নামক প্রতিষ্ঠানে উৎপাদন করা ভোজাল ৭০ বস্তা  সার নিয়ে যাওয়া হচ্ছিল জলঢাকার নেকবক্ত বাজারে। এ সময় পিকআপ সহ আটক করা হয়।
উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক সহ হামিদুল ইসলাম ও আটক তিনজন সহ  চারজনের নামে মামলা করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের পরিদর্শক বিশ্ব দেব রায়।
তাদের  সোমবার আদালতের মাধ্যমে আটকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। #

পুরোনো সংবাদ

নীলফামারী 2791497337124047776

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item