ডোমার গোমনাতীতে বাঁশ চাষীদের সাথে মতবিনিময় সভা

আনিছুর রহমান মানিক, ডোমার নীলফামারী  প্রতিনিধি-

নীলফামারী ডোমার গোমনাতীতে বাঁশ চাষীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার গোমনাতী ইউনিয়ন পরিষদ হলরুমে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্রগ্রাম এ অনুষ্ঠানের আযোজন করেন। প্রকল্পের বিভাগীয় কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. রফিকুল হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোমনাতী ইউপির চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার। বিশেষ অতিথি, সিনিয়র রিসার্চ অফিসার ও উপ-প্রকল্প পরিচালক আনিছুর রহমান, ডোমার উপজেলা রিসার্চ অফিসার আসাদুজ্জামান সরকার, ওয়েসিস এর পরিচালক ড. জসিউর রহমান, রেঞ্জ কর্মকর্তা আব্দুল হাই সরকার, বিট কর্মকর্তা আতাউর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি সদস্য রবিউল ইসলাম রাব্বী, শফিকুল ইসলাম, আবু হানিফ গোলাপ, রুবী আক্তার, জাহিদুল ইসলাম, ইউপি সচিব আতিকুর ইবনে রহিম প্রমূখ। আগামীতে এলাকায় বাঁশ গবেষনা কেন্দ্র স্থাপনসহ বাঁশ চাষ বিষয়ে কৃষকদের প্রশিক্ষণের সু-ব্যবস্থা করে এলাকার উন্নয়ন করার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন কর্মকর্তাগণ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5251097274451092524

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item