নাগেশ্বরীতে কৃষি উন্নয়ন প্রকল্প ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে টেকসই মাটি ব্যবস্থাপনা অংশ কৃষি উন্নয়ন প্রকল্প ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহ¯পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আন্তার্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি)’র বাস্তবায়ন ও সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান সরকারের সভাপতিত্বে কৃষি বিষয়ে ব্যাপক আলোচনা করেন কৃষি বিশেষজ্ঞ ড. শাহারুক আহমেদ। এ সময় তিনি বলেন, নাগেশ্বরী তথা উত্তরাঞ্চলের কৃষি জমির মাটিতে গাস্ট্রিক হয়েছে। ফলে এসব কৃষি জমিতে দিন দিন উৎপাদন কমে যাচ্ছে। এজন্য কৃষকদেরকে আবাদি জমির প্রতি শতাংশে ৪ কেজি করে ডলোচুন দেয়ারও পরামর্শ দেন এবং ভালো বীজ সংরক্ষণ ও বিভন্ন সার বিষয়ে ব্যাপক আলোচনা করেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মাঠ সমন্বয়কারী নাজমুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ সহকারী কর্মকর্তা মেরাজ উদ্দিন, সাংবাদিক এম সাইফুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, সার ব্যবসায়ী ও কীটনাশক ওষুধ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

কৃষিকথা 2738267992906195014

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item