কিশোরগঞ্জের গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ নির্বাচন ২৮ ডিসেম্বর

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৭ নবেম্বর॥
শুধু মাত্র চেয়ারম্যান পদে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের উপ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। চলতি বছরের গত ২২জুন ওই ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ইন্তেকাল করায় ওই পদটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশন থেকে শুন্য আসনে উপ-নির্বাচনের জন্য ৯০ দিনের মধ্যে নির্বাচন দেয়ার কথা থাকলেও সম্প্রতিকালের বন্যার কারনে এই নির্বাচন পিছিয়ে যায়।
সম্প্রতি ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দেখা যায় চলতি বছরের ২৮ ডিসেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চলতি ২৭ নভেম্বর (সোমবার) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। মনোনয়ন পত্র যাচাই বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
চেয়ারম্যান পদের উপ-নির্বাচন ঘিরে সম্ভাব প্রার্থী ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করে চলছে।
এলাকাবাসী জানায়, সম্ভাব প্রার্থীদের মধ্যে ৭ জন মাঠে নেমেছে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।
গাড়াগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এ নির্বাচনে মোট ৭জন চেয়ারম্যান প্রার্থী উপ-নির্বাচনে অংশ গ্রহন করবে। তার মধ্যে মহিলা প্রার্থী একজন দেখা যাচ্ছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6645939757825831202

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item