বিএনপি নতুন সংগ্রামের দিকে এগিয়ে যাচ্ছে -মিজা ফখরুল

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্র‌তিনি‌ধি:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মহিলা দলের নেতাকর্মীরা সবসময় ন্যায়ের পথে ছিলেন। সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছেন। এই নেতাকর্মীরাই দলের পুরুষদের মাঝে সবসময় সাহস যুগিয়েছেন। আজ তাদের সহযোগিতায় বিএনপির সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে নতুন সংগ্রামের দিয়ে এগিয়ে যাচ্ছে।

মঙ্গলবার দুপুর্ েঠাকুরগাঁও জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রের সকল স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। তাঁরা মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। শুধু তাই নয়- তারা মানুষদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে; আমাদের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলোকে কেড়ে নিয়েছে। 

তিনি বলেন, বাংলাদেশে মানুষের কোন নিরাপত্তা নেই; যে কোন সময় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যেতে পারে। তারপর দেখা যাবে ২৪ ঘণ্টার পর তার লাশ পরে আছে; অথবা গুম হয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা দুঃসময়ের মধ্যে যাচ্ছে। দেশে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও গুম চলছেই। 

আগামী নির্বাচনের জন্য মহিলা দলের নেতাকর্মীসহ বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সম্মেলনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ সভাপতি জিবা খান, সিনিয়র যুগ্ম সম্পাদিকা হেলেন জেরিন খান, রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্য মো. আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা মহিলা দলের আহ্বায়িকা ফোরাতুন নাহার প্যারিস।  

সম্মেলন শেষে ফোরাতুন নাহার প্যারিসকে ঠাকুরগাঁও জেলা মহিলা দলের সভাপতি ও শিরিন আক্তারকে সাধারণ সম্পাদক করা হয়।

পুরোনো সংবাদ

নির্বাচিত 8653121394830017362

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item