ডোমারে ৩ জুয়ারীসহ গাঁজাসেবী আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে ৩ জুয়ারীসহ গাঁজাসেবী আটক! ভ্রাম্যমান আদালতে ১ মাসের জেল। ২৩ নভেম্বর বৃহস্পতিবার রাত ১০ ডোমার থানার এসআই গোলাম মোস্তফা সহ সঙ্গীয় ফোর্স সদর ইউনিয়নের বড় রাউতা মডেল স্কুলের পশ্চিমে রাজ কুমার বাবুর বাড়ীর পার্শ্বে স্যালো মেশিনের ঘড় থেকে জুয়া খেলার সময় ৩জন জুয়ারীকে আটক করে। আটককৃতা হলেন, ওই এলাকার অধির চন্দ্রের ছেলে শ্যামল (৩৫) ননি গোপালের ছেলে সীমান্ত চন্দ্র (২৮) ও মৃত আব্দুল হান্নানের ছেলে রফিকুল ইসলাম (২৫)। এ সময় বাকী ৪/৫ জন জুয়ারী পালিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে ১৮৬৭ সালের  প্রকাশ্যে টাকা দিয়ে তাস (জুয়া) খেলায় অপরাধে মামলা নং-১১৩৯, তারিখ ২৪/১১/১৭ দায়ের করে।  অপর দিকে রাত ১২টায় ডোমার থানার অফিসার ইনচার্জ মোকছেদ আলীর নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা ও এএসআই শফিকুল ইসলাম সফি উপজেলা পরিষদ মাঠে সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি চেয়ারম্যান পাড়া এলাকার মাছ ব্যবসায়ী বাবুল হোসেনের ছেলে ওমর ফারুক (১৮) কে গাঁজা সেবনকালে আটক করে।  পরে অফিসার ইনচার্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমাকে বিষয়টি জানালে তিনি রাত ১টায় ঘটনা স্থলে এসে ভ্রাম্যমান আদালত বসিয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ফারুককে ১মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরদিন শুক্রবার বিকালে গ্রেফতারকৃত সকলকে জেলা কারাগারে পাঠানো হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 4098267736766858248

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item