ডোমার আইডিয়াল একাডেমীতে দোয়া ও পুরস্কার বিতরণ।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

ডোমার আইডিয়াল একাডেমীর ৫ম শ্রেনীর পরীক্ষাথীদের পরীক্ষা উপলক্ষ্যে দোয়া ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ে চত্বরে  শিক্ষাবিদ আলহাজ্ব অধ্যাপক আনছার আলী আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুস ছামাদ, আলহাজ্ব মাওঃ আব্দুল হামিদ হোসাইনী, দঃ জোড়াবাড়ী সপ্রাবি’র সভাপতি আব্দুর রশিদ সরকার, প্রভাষক আবুল কালাম আজাদ, সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব। এসময় একাডেমীর উপাধক্ষ্য আবুল কালাম আজাদ, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, মাহাবুব আলম, রুপালী বেগম, আসাদুজ্জামান নূর প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা ও ব্যবস্থাপনায় উক্ত একাডেমীর অধ্যক্ষ হযরত মাওঃ মোছলেহুদ্দীন শাহ্। অনুষ্ঠানে ২০১৬ সালের কিন্ডার গার্টেন বৃত্তি প্রাপ্ত ৩০ জন এবং ৫ম শ্রেনীর সরকারী বৃত্তি প্রাপ্ত ৮ জন ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সন্মাননা সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিগণ। একাডেমীর অধ্যক্ষ জানান, দির্ঘদিন ধরে পিছিয়ে পড়া ছাত্র/ছাত্রীদের শিক্ষার মান উন্নত করতে আমাদের সকল শিক্ষক নিরলস ভাবে কাজ করে আসছে। আগামীতে সকলের সহযোগিতা পেলে এর চেয়েও বেশী সফলতা বয়ে আনতে পাড়বে বলে তিনি আশা করেন। পরে কৃতি শিক্ষার্থীরা হাম, নাথ, ইসলামী সংগীত ও নাটক পরিবেশন করেন। শেষে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 1265543864310326554

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item