বেশিরভাগ সময় তালা ঝুলছে চিলাহাটি উপ স্বাস্থ্য কেন্দ্রে

এ আই পলাশ, চিলাহাটি নীলফামারী প্রতিনিধি ঃ
বেশিরভাগ সময় তালা ঝুলছে নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি উপ স্বাস্থ্য কেন্দ্রে।স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল ইসলাম অবসরে যাওয়ায় বর্তমানে এই স্বাস্থ্য কেন্দ্রটি নিয়ম মাফিক খোলা হয় না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
জানা যায়, নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটিতে প্রতিদিন শত শত হতদরিদ্র পরিবার গুলো স্বাস্থ্য সেবা নিতে আসে। এই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্ব থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার সাইফুল ইসলাম এ বছরের ১২ই নভেম্বর অবসরে যান ।সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চিকিৎসা দেওয়ার নিয়ম থাকলেও বর্তমানে বেশিরভাগ সময় তালা ঝুলছে। প্রতিদিন ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের শত শত হতদরিদ্র পরিবারগুলো চিকিৎসা নিতে এসে ফিরে যাওয়ার চিত্রটি স্থানীয় সাংবাদিকদের চোখে পড়ে। এ ব্যাপারে ডাক্তার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান দীর্ঘ এক যুগ ধরে তিনি এই স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে ছিলেন। তিনি অবসরে যাওয়ার ব্যাপারটি অনেকেই না জেনে অনেক রোগী তার কাছে গিয়ে ভীড় জমায়।এ ব্যাপারে ডোমার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন চিলাহাটি উপ স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যাক্তি অবসরে যাওয়ার পর আর এম ও অফিসারকে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি বিষয়টি জানেন।বর্তমানে এই উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় এলাকার সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া একান্ত প্রয়োজন বলে মনে করছে এলাকার অভিজ্ঞ মহল।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3690874715612931923

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item