ডোমারে কিডনি রোগে আক্রান্ত, মেধাবী ছাত্র হিমেল বাঁচতে চায়

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধি ঃ

“ইচ্ছে ছিল লেখাপড়া শিখে বড় চাকরি করে সংসারের হাল ধরবো। বাবা খুব কষ্ট করে সংসার চালান। আর মা অন্যের বাড়ীতে কাজ করেন। তাই স্বপ্ন ছিল চাকরি করে তাদের দুঃখ ঘোঁচাবো।  কিন্তু আমার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল আর বুঝি পূরর্ণ হবার নয়।” অশ্রুভেজা কন্ঠে এমনি কথা গুলে বললেন ডোমার পৌর এলাকার ৩নং ওয়ার্ড থানাপাড়ার মোঃ শাহজাহান আলীর ছেলে ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বানিজ্য বিভাগের দশম শ্রেনীর ছ্ত্রা হিমেল(১৫)। তার দুটি কিডনিই প্রায় অকোজো হবার উপক্রম। কথাগুলো বলেই কান্নায় ভেঙ্গে পরেন তার মা। বাবা- মায়ের একমাত্র সন্তান হিমেল। তার দুটো কিডনিই নষ্ট হবার পথে জানতে পেরে ভেঙ্গে পড়েছেন পুরো পরিবার। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ সৈয়দ আনিসুজ্জামানের তত্বাবধানে রয়েছেন।মেধাবী ছাত্র হিমেল বলেন, গত এক মাস থেকে সে অসুস্থ্য হয়ে বিছানায় পরে রয়েছে। অভাবের সংসারে ইতিমধ্যেই লেখাপড়া বন্ধ প্্রায় তার উপর কিডনি নষ্ট হওয়া। কিভাবে কি হবে বুঝে উঠতে পারছি না। তিনি জানান, ডাক্তার বলেছে কিডনির পয়েন্ট বর্তমানে ১৮। ১০ দিনের ওষুধ দিয়েছে। এর মধ্যে ভাল না হলে ডায়ালাসিস করতে হবে। এতে প্রায় ২ লক্ষ টাকার মত ব্যায় হতে পারে। তবে এতটাকা দিয়ে চিকিৎসা করানো তার পরিবারের পক্ষে সম্ভব না। হিমেলের বাবা পথে ঘাটে ফুটপাতে ছাতা মেরামতের কাজ করে সংসার চালান। ছেলের এমন খবরে তার চোখ বেয়ে শুধুই অশ্রু ঝড়ছে। খুব দ্রুত তার উন্নত চিকিৎসা না হলে হিমেলকে যেতে হবে না ফেরার দেশে। তাই সন্তানকে বাঁচাতে সে সমাজের বিত্তবান ও সমাজপতিদের সহযোগিতা কামনা করেছেন। হয়ত একটু সহযোগিতায় সে আবার সুস্থ্য হয়ে লেখাপড়া শিখে পরিবারের হাল ধরতে পারেন। হিমেলের জন্য সাহায্য করতে এগিয়ে আসুন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা জনতা ব্যাংক ডোমার শাখায়-২৮৫৩ নম্বরে অথবা-০১৭৯৯-২৮৮৬৪৫ নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জানা যাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6772139713231437808

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item