ডোমার উপজেলায় পিএসসি পরীক্ষায় অংশগ্রহনকারী ৬,৫৯৭ জন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী )প্রতিনিধিঃ

নীলফামারী ডোমার উপজেলায় পিএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা সহ ৬ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৩ শত ৮২ জন। পরীক্ষায় ৩ হজার ১৫২ জন ছাত্র ও ৩ হাজার ৪৪৫ জন ছাত্রী রয়েছে। ১৫৪টি স্কুল ও ২৭টি মাদ্রাসার ছাত্র/ছাত্রীর অংশ গ্রহনে উপজেলায় মোট ১৭টি পরীক্ষা কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস ছামাদ। ৬ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে এবার ছাত্রীর সংখ্যা বেশী।

রবিবার দুপুর ১২টায় ডোমার পৌর এলাকার শহীদ স্মৃতি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘুড়ে দেখা যায়, সুষ্ঠ, শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে পরীক্ষা গ্রহন সম্পন করেছে তারা। প্রধান শিক্ষক গোলাম সারওয়ার বাবু জানান, উক্ত কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ৪৮০জন ছাত্র/ছাত্রী পরীক্ষায় অংশ নেয়, তাদের মধ্যে ২৬ জন অনুপস্থিত ছিল। এ সময় উপজেলা নির্বাচন অফিসার আতাউল হক, ভিজিলেন্স টিমের সদস্য হিসাবে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি রাশেদ মাহামুদ উজ্জল, সহ-সভাপতি এমদাদুল হক মাসুম, সদস্য আসমা সিদ্দিকা বেবী, আসমাউল হুসনা, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বাবুসহ আইন শৃঙ্খলার দায়ীত্বে এসআই এবি সিদ্দিক প্রমূখ উপস্থিত ছিলেন। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে বিদ্যালয়ের গেটে অভিভাবগ গণের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো।  

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3416503221852772492

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item