বর্তমানে দেশে স্বাধীন গণমাধ্যম নেই-আছে সরকারের প্রচার মাধ্যম -বিএফইউজে’র সভাপতি শওকত মাহমুদ

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র সভাপতি শওকত মাহমুদ বলেছেন, সাংবাদিকদের কখনো সত্য প্রকাশে পিছপা হওয়া যাবে না। সত্য ঘটনাকে জাতির সামনে তুলে ধরতে হবে। জুলুমের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে। রাজপথে নেমে দাবী আদায় করে নিতে হবে। এ জন্য ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। ১৮ নভেম্বর শনিবার সকালে দিনাজপুর শহরের জেল রোডস্থ ইয়াম্মী চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর  রেজিঃ নং রাজ-২৯৩৬) এর আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। শওকত মাহমুদ আরো বলেন, বর্তমানে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ কেউ করতে পারে না। যখন মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না, তখন সাংবাদিকরা ঘরে বসে থাকতে পারে না। রাজনীতি না করে থাকতে পারে না। এ দেশের স্বাধীনতা সংগ্রামে মরহুম আতাউস সামাদসহ অনেক সাংবাদিক অবদান রেখেছেন। মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা কখনো কারো সাথে কোন প্রকার আপোষ করবো না। এছাড়াও তিনি বলেন, বর্তমানে দেশে স্বাধীন গণমাধ্যম নেই। আছে সরকারের প্রচারমাধ্যম। বিরোধী মতের কন্ঠরোধ করতে এই সরকারের আমলে আমার দেশ, দিগন্ত টিভি, চ্যানেল ওয়ান, সিএসবিসহ অনেক গনমাধ্যম বন্ধ করা হয়েছে। বিএনপি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে বলেই কোন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করেননি। কিন্তু এই সরকারের আমলে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ অনেক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে, জেলে পুড়ে নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। সরকারী দলের নেতাকর্মীরা হিন্দুদের বাড়ী-ঘরে আগুন দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে। আর এর দায় বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর চাপিয়ে দেয়। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি এম হিরু’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন। দপ্তর সম্পাদক আতিউর রহমান আতিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সাধারণ সদস্য ওএফএম মোর্শেদ-উল-আলম, মোঃ সেকান্দর আলী কাবুল, মোঃ তাজুল ইসলাম, মোঃ মোশাররফ হোসেন প্রমূখ। বিএফইউজে’র মহাসচিব এম আবদুল্লাহ বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার যোগ্যতা যাদের নেই, তারাই ক্ষমতার অপব্যবহার করে ও অস্ত্রের জোরে দেশপ্রেমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের বিরুদ্ধে অবিশ্বাস্য ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। আইনের অপব্যবহার করে তাদের কন্ঠরোধ করছে। বিচার বিভাগের স্বাধীনতা হরণ করেছে। তিনি বলেন, তারা শুধু ব্যাংক আর শেয়ার বাজার লুট নয়, রাষ্ট্রীয় কোষাগার পর্যৗল্প লুট করেছে। এর প্রতিবাদ না করলে আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। বিএফইউজে’র সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছে। আমাদের সামনে সূর্যটি ডাকাতের হাতে বন্দি। এই সূর্যটাকে ছিনিয়ে আনতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা পুণরুদ্ধারের আন্দোলনে শরিক হতে হবে। মুক্ত গণমাধ্যম গড়ে তুলতে হবে। ডিইউজে’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান বলেন, দমন-নিপীড়ন বেশিদিন টেকসই হয় না। দমন-নিপীড়ন চালিয়ে কেউ চিরকাল ক্ষমতা ধরে রাখতে পারে না। মতবিনিময় সভায় সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজি ঃ নং-রাজ-২৯৩৬)  এর সকল সদস্যসহ জেলার বিভিন্ন উপজেলা হতে আগত তৃণমূলের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাধারণ সদস্য এম এ ছালাম। অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের প্রতিষ্ঠাতা দপ্তর সম্পাদক মরহুম কাজ্বি শরিফুল ইসলাম মঞ্জু সহ প্রয়াত সকল সাংবাদিকের রুহের মাগফিরাত কামনা করে গশলে দাড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। পরে শওকত মাহমুদ দিনাজপুর জেলা বিএনপি’র নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সভায় জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও সাবেক এমপি রেজিনা ইসলাম, আকতারুজ্জামান মিয়া, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মকশেদ আলী মঙ্গলিয়া, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের বিভাগীয় নেতা অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদ জেলা শাখা’র আহবায়ক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বিরল উপজেলা বিএনপি’র সহ-সভাপতি জিন্নাত আরা, সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু, বীরগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাকির হোসেন ধলুসহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6781960452873193023

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item