দেবীগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানাঃ
“উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে দেবীগঞ্জ উপজেলায় নানা আয়োজনে ৪৬তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও উপজেলা সমবায়ীবৃন্দর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শনিবার সকালে উপজেলা চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।
এর পরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি উপজেলা হলরুমে  গিয়ে শেষ হয়।
পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরুজুল ইসলামের  সভাপত্বিতে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কমালের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জর্জ ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান পরিমল দে সরকার,দেবীগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম,তিস্তা বিজনেস কো অপারেটিভ এর সভাপতি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

বক্তারা বলেন, সমবায়ীদের সততা ও নিষ্ঠার সাথে সমবায় আন্দোলন গড়ে তুলে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ রয়েছে।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 997161951756872984

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item