ডোমারে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ “মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তি হওয়ায় “বিশ্ব প্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভ করায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় বাটার মোড় থেকে বের হওয়া বর্নাঢ্য আনন্দ র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীণ করে বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে হৃদয়ে স্বাধীনতা চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ উম্মে ফাতিমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া। বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) ও বাংলাদেশ যুব মহিলালীগ কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও গবেশনা বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আখতার সুমি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট মনোয়ার হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, পৌর সাধারণ সম্পাদক ময়নুল হক প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলার বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান, এনজিও ও রাজনৈতিক দলের হাজারো নারী-পুরুষ-শিশু অংশ নেয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনসহ প্রামান্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item