রিক্তা,রিম্পা ও রুমি......

মর্তুজা ইসলাম , রংপুর থেকে 

এক দিনের সরকারি কর্মকর্তা ওরা তিন জন 
রিক্তা,রিম্পা ও রুমি । একই পাড়ার ওরা তিন জন , সবাই সদ্য কৈশোর উত্তীর্ণ । রংপুর সদর উপজেলার পার্বতীপুর গ্রামের কলেজ পড়ুয়া ওরা তিন জন ।নামের শুরুটাতে যেমনটা মিল রয়েছে তেমনি আরো অনেক কিছুতেই মিল আছে ওদের । তিনজনই এলাকায় শিশু বিয়ে বন্ধে সোচ্চার , জীবনে অনেক বড় হতে চায় ওরা তিনজনই ।আবার সবাই এরা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ রংপুর বিভাগীয় যুব উপদেষ্টা পরিষদ সদস্য এবং এ টু এইচ প্রকল্পের কিশোরী নেতা ।সাহসী এ তিনজনের নাম এখন এলাকাবাসীর মুখে মুখে কেননা রিক্তা ,রিম্পা ও রুমি এরা তিনজনই সম্প্রতি জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন করেছে । রিম্পা জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,রুমি সমাজসেবা বিভাগের উপ -পরিচালক ও রিক্তা পরিবার পরিকল্পনা বিভাগের উপ -পরিচালকের দায়িত্ব পালন করে । এক দিনের জন্য প্রতীকী অর্থে এরা তিনজনই জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তার দায়িত্ব পালন করে। সরকারি এমন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাদের মধ্যে বড় হবার ও নেতৃত্ব দেবার প্রেরণা পাবে বলে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ গার্লস টেকওভার কর্ম সূচির অধীনে তাদেরকে এ সব কর্মকর্তার ভূমিকা পালনে উদ্বুদ্ধ করে। ওরা এখন স্বপ্ন দেখছে ভবিষ্যতে এমন দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে যাবার । গত ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার রংপুর জেলার মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতীকী ভূমিকা পালন করে রিক্তা পারভিন।ঐ দিন সে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা .সেলোয়ারা বেগমের কাছ থেকে দায়িত্ব সম্পর্কে অবগত হয়ে ড্রেস মেকিং, বিউটিফিকেশন ও পাটজাত হস্তশিল্প কোর্সে ভর্তি ইচ্ছুক প্রশিক্ষণার্থী নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন । পরে সে একজন জয়িতা ও নারী উদ্যোক্তার দোকান পরিদর্শন করেন । সেখানে কর্মরত দুঃস্থ নারী হস্ত শিল্পীদের সাথে কথা বলার সুযোগ হয় তার। এ প্রসঙ্গে রিক্তা বলেন ঐ দিনটি ছিল আমার জীবনে স্বপ্নের মত একটি দিন যেদিন আমি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে 
আরো কয়েকজন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তার উপস্থিতিতে প্রশিক্ষণার্থী নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেই। ৫ অক্টোবর বৃহস্পতিবার রংপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের প্রতীকী দায়িত্ব পালন করে রিক্তা পারভিন। ঐ সকালে অফিসে পৌঁছালে উপ পরিচালক ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম সহকর্মীদের নিয়ে তাকে ফুল দিয়ে স্বাগত জানায়। অফিসের সবার সাথে পরিচিত হয়ে সে পরিবার পরিকল্পনা বিভাগের রংপুর জেলার সমন্বয় সভায় অংশ নেন । পরে রিক্তা পীরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা অফিস পরিদর্শন করেন ।দিনের শেষে রংপুর অফিসের সবাই থাকে শুভেচ্ছা স্মারক হিসেবে তাকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানান। রিক্তা বলেন “আমিতো রংপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগ অফিসে গিয়ে রীতিমত অবাক হয়েছি ,এত বড় একটা অফিসে আমি আগে কখনো যাইনি । আর এই অফিসের প্রধান হতে পেরে আমি অনেক আনন্দিত ”। ডাঃ শেখ মোঃ সাইদুল ইসলাম বলেন আমি মনে করি এক দিনের জন্য হলেও এমন উদ্যোগ রিক্তাকে অনেক বড় হতে উদ্বুদ্ধ করবে”।
অন্যদিকে ১০ অক্টোবর মঙ্গলবার রুমি আক্তার সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাকের প্রতীকী দায়িত্ব পালন করেন।ঐ রুমি সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক হিসেবে মিঠাপুকুর উপজেলা সমাজ সেবা অফিস কার্যক্রম পরিদর্শন করেন।সেখানে সে ঋণ বিতরণ কার্যক্রমে অংশ নেন । পরে রংপুরে সরকারি শিশু পরিবার ঘুরে দেখেন এবং সেখানকার কার্যক্রম সম্পর্কে অবগত হন।রুমি আক্তার বলেন “সমাজ সেবা বিভাগ যে এত ধরণের মানব কল্যাণ মূলক কাজের সাথে যুক্ত সে সব আমার জানা ছিল না ।আমি আজ এ পদে দায়িত্ব পালন করে জীবনে ভাল কিছু 
করার উৎসাহ বোধ করছি”।উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক জানান রিক্তা আজ খুব আগ্রহ নিয়ে সমাজ সেবা অফিসের কার্যক্রম সম্পর্কে জেনেছে ,মেয়েদের উৎসাহিত এ ধরনের উদ্যোগ আরো বেশি নেওয়া দরকার।প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক মো. আব্দুল কুদ্দুছ বলেন, গত ১১ অক্টোবর ছিল আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এ উপলক্ষে ২০১৬ সাল থেকে প্ল্যান ইন্টারন্যাশনাল গার্লস টেকওভার কর্মসূচির আয়োজন করে আসছে। এ কর্মসূচির মাধ্যমে একজন কিশোরী বা যুব নারীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা হয়, যাতে তার মধ্যে বড় হওয়ার, ভালো কিছু করার স্বপ্ন তৈরি হয়, আত্মবিশ্বাস বাড়ে । এ কর্মসূচির আওতায় রংপুর বিভাগের দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলায় বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তা,উপজেলা ভাইস চেয়ারম্যান ,ইউপি চেয়ারম্যান ও বেসরকারি সংস্থার প্রধানের দায়িত্ব পালনে সহায়তা করা হয় রিক্তা ,রিম্পা ও রুমির সহ মোট ১২ জনকে বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7256886692145084898

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item