লোহাগাড়া সঃ প্রাঃ বিদ্যাঃ গোপনে ম্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের লোহাগাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপনে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়ার চেষ্টায় স্থানীয় অভিভাবকেরা লিখিতভাবে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, লোহাগাড়া সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পজির উদ্দিন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে অভিভাবক সমাবেশ না করে তিনি গোপনে সম্প্রতি ২৫সেপ্টেম্বর দুপুরে ম্যানেজিং কমিটির গঠন প্রক্রিয়ার চেষ্টা চালালে এহেন কারনে স্থানীয় অভিভাবকেরা তাৎক্ষনিকভাবে বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। অভিযোগে উল্লেখ্য যে, লোহাগাড়া সরকারী প্রার্থমিক প্রধান শিক্ষক পজির উদ্দিন অভিভাবকদের মূল্যায়ন না করে গোপনে নির্বাচন করেছেন। ইহা অভিভাবকদের হ্যায় প্রতিপন্ন করাসহ উদ্দেশ্যমূলক মনগড়া লোক নিয়ে কমিটি গঠনে এলাকার ক্ষতি সাধনসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মানসম্মত পাঠদান এবং সরকারী বাজেটের অপব্যবহার হতে পারে মর্মে মহেষ চন্দ্রসহ এলাকার বেশ কিছূ অভিভাবকদের সাক্ষরিত  অভিযোগ করে। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক পজির উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি জানান, আমার বিরুদ্ধে বিভিন্ন ভাবে অভিযোগ এসেছে তবে আমার এখন কিছু করনীয় নেই। অপরদিকে, লাহীড়ি ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার জাহিদ হাসান জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যপারে, বালিয়াডাঙ্গী উপজেলা নিবাহী অফিসার আঃ মান্নান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অনুলিপি প্রেরণ করা হয়েছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3190265894023749038

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item