ঠাকুরগাঁওয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত আরও এক আসামী গ্রেফতার
https://www.obolokon24.com/2017/10/thakurgaon_54.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও রুহিয়া থানাধীন অাখানগর কেরানিপাড়া এলাকায় পূজামণ্ডপ থেকে বাড়ি ফেরার পথে পাঁচ জন যুবকের হাতে গণধর্ষণের শিকার হওয়া কিশোরীর পিতার দায়ের করা মামলায় মানিক নামে আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ নিয়ে গণধর্ষণের ঘটনায় জড়িত ৫ আসামীর মধ্যে দুজন কে আটক করেছে পুলিশ।
এর আগে মামলার মূল আসামী মনজুরুলকে গ্রেফতার করেছিল পুলিশ
এর আগে মামলার মূল আসামী মনজুরুলকে গ্রেফতার করেছিল পুলিশ
ধর্ষণ মামলার পলাতক আসামিরা হলেন,মামুন রহমান (২৫), হোসেন আলী (৩২) ও আশরাফুল ইসলাম (২৬)।
উল্লেখ্য, গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে
মেয়েটি তার খালাত ভাইকে সঙ্গে নিয়ে আখানগরের কেরানিপাড়া এলাকার দুর্গাপূজা
মণ্ডপ দেখতে যায়।
পূজা মণ্ডপ থেকে বাড়ির ফেরার পথে ঢোলারহাট ইউনিয়নের মাধবপুর
এলাকায় মনজুরুল ও তার চার বন্ধু খালাত ভাইকে মারধর করে মেয়েটির মুখ চেপে
পাশের একটি লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।
এক সময় ওই কিশোরী সংজ্ঞা হারিয়ে ফেললে ধর্ষকরা তাকে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে বাড়িয়ে পৌঁছে দেয়।
কিশোরীর জ্ঞান ফিরলে ঘটনাটি তার পরিবারকে জানায়।
পরে তার বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
পরে তার বাবা বাদী হয়ে রুহিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।