ঠাকুরগাঁওয়ে সীমান্তের ওপারে বিএসএফ’র হাতে বাংলাদেশি আটক

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্তের ওপার থেকে মো. মানিক (২৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ।  

রবিবার ভোর ৫টার দিকে ভারতের হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। 

আটককৃত গরু ব্যবসায়ী মো. মানিক (২৫) বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের জুগিহার হরিনমারী গ্রামের মো: মিন্টুর ছেলে। 

বিজিবি জানায়, রবিবার ভোর ৫টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত পেরিয়ে ভারতের ৩০০ গজ ভেতরে গরু আনতে যায় ব্যবসায়ী মো. মানিকসহ বেশ কয়েকজন। ভারতীয় সীমান্তের ৩৯০/২-এস পিলার এলাকার হাটখোলা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের দেখতে পেয়ে ধাওয়া দেয়। এসময় বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ী মানিককে আটক করে এবং অন্যরা পালিয়ে যেতে সম হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও-৩০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল খাদেমুল বাশার (পিএসসি) বলেন, বিএসএফ’র হাতে আটক বাংলাদেশি গরু ব্যবসায়ী মানিককে ফেরৎ চেয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 3911316982692560060

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item