বাল্য বিয়ে-দেবরের কনে সাজতে গিয়ে ধরা খেলেন ভাবী

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও  প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রুমা বেগমের বাল্য বিবাহ নিয়ে তুঘলুকি কান্ড ঘটেছে। বাল্য বিবাহ কে কেন্দ্র করে দেবর কে বাচাঁতে গিয়ে ধরা খেলেন ভাবী এ ঘটনাটি ঘটেছে সম্প্রতি ০২ অক্টোবর সোমবার রাতে।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সরকার পাড়া গ্রামের মো: আব্দুল লতিফের নাবালিকা কন্যা ও হরিণ মারী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রুমা বেগমের সাথে একই উপজেলার বড়গোছিয়া গ্রামের জয়তুদ্দীন ছেলে জমির আলীর সাথে কাজী রেজিষ্টি ছাড়াই মুনসি দিয়ে বিয়ে দেওয়া হয়েছে । এখবর শোনার পর বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মো: আ: মান্নান পুলিশ নিয়ে ছুটে যান বিয়ে ভাঙ্গতে । বর জমির আলী ৩ টি মাইক্রো নিয়ে নতুন বউকে নিজ বাড়ীতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় পথিমধ্যে ইউএনও এবং পুলিশের উপস্থিতি টেরপেয়ে বর নতুন নববধূকে ফেলে চম্পট দেয়। পরে পুলিশ বরযাত্রীসহ দুটি মাইক্রো নিয়ে উপজেলা নির্বাহী অফিসে নিয়ে আসেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আ: মান্নান নিকট বর পক্ষের লোকজন নতুন বউর পরিবর্তে বরের ভাবী বন্যা (২০) কে হাজির করে। বিষয়টি সন্দেহের সৃষ্টি হলে পরে নাবালিকা রম্নমাকে উপস্থিত করা হয়। ভাবী বন্যা দেবর কে বাঁচাতে গিয়ে নিজে ধরা খেলেন। উভয় পক্ষের মুচলেকা সাপেক্ষে বরের পক্ষের বড়পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ও কনের পক্ষের আমজানখোর ইউপি চেয়ারম্যান আকালুর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।





পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 5914136864789985960

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item