ঠাকুরগাঁওয়ে অন্ধকারে ‘সূর্য সন্তান’

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
পাঁচ বছর ধরে অন্ধকারে রয়েছে ঠাকুরগাঁও শহরে সাত বীরশ্রেষ্ঠর স্মৃতির উদ্দেশে নির্মিত ম্যুরাল ‘সূর্য সন্তান’। রক্ষণাবেক্ষণের অভাবে ম্যুরালটির নিচে বীরশ্রেষ্ঠদের নামের লেখাগুলো উঠে গেছে। শুধু তাই নয়, জেলার শহীদ মিনার, অপরাজেয়-৭১ সহ মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিগুলোও অন্ধকারে রয়েছে। খোদ জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে নির্মিত ‘সূর্য সন্তান’ ম্যুরালসহ জেলা সদরের অন্য শহীদ স্মৃতিগুলো কি করে অযতেœ থাকে, তা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও স্থানীয়রা। গত সোমবার রাতে ঠাকুরগাঁও শহরের জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে নির্মিত সূর্য সন্তানদের ম্যুরালের অন্ধকার এ চিত্র দেখা যায়। ম্যুরালটির ছবি তোলার সময় পাশে এসে দাঁড়ান পথচারী ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘আমি জানতাম না এখানে সাত বীরশ্রেষ্ঠর মুর‌্যাল রয়েছে; আপনাদের ছবি তোলা দেখে থামার পর দেখলাম এখানে ম্যুরাল রয়েছে। কিন্তু এটি অন্ধকারে কেন? যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি সোনার এই বাংলাদেশ। যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলছে পারছি। আজ ঠাকুরগাঁওয়ে তারাই অবহেলিত।’ ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা মন্টু দাস বলেন, শুধু সাত বীরশ্রেষ্ঠের ম্যুরালই নয়; জেলার শহীদ মিনার, অপরাজেয়-৭১সহ মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিগুলো অন্ধকারে রয়েছে। দ্রুত এগুলো আলোকিত করা প্রয়োজন। ঠাকুরগাঁও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী বলেন, জেলা পরিষদের তত্ত্বাবধানে ছয় লাখ টাকা ব্যয়ে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমের সামনে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণীয় করে রাখতে ‘সূর্য সন্তান’ নামে একটি ম্যুরাল নির্মাণ করা হয়। গত ২০১২ সালের ২৫ মার্চ তৎকালীন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন সূর্য সন্তানদের ম্যুরালটি উদ্বোধন করেন। শহরের ঘোষপাড়া মহল্লার সিরাজুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধে এই সাত বীরশ্রেষ্ঠর ভূমিকা ছিল অনেক বেশি। আজ সেই বীরশ্রেষ্ঠদের ম্যুরাল অন্ধকারে রয়েছে; বিষয়টি দুঃখজনক। সরকারপাড়া মহল্লার মো. লিয়ন বলেন, দিনের বেলায় সাত বীরশ্রেষ্ঠের ম্যুরাল দেখা যায়। কিন্তু সন্ধ্যার পর থেকেই এটি অন্ধকারে থাকে। এতে করে অনেকেই রাতের অন্ধকারে ম্যুরালটি দেখতে পায় না। শুধু এটি নয়, ম্যুরালটির নিচে বীরশ্রেষ্ঠের নামের লেখাগুলো উঠে গেছে। হাজীপাড়া মহল্লার আব্দুল বারেক বলেন, ম্যুরালটি উদ্বোধনের পর থেকেই মানে দীর্ঘ পাঁচ বছর ধরে সেটি অন্ধকারে রয়েছে। বিষয়টি কোনো কর্তৃপক্ষের নজরেই নেই। ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, জেলা পরিষদের সঙ্গে কথা বলে খুব শিগগিরই মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের ‘সূর্য সন্তান’ ম্যুরালটি আলোকিত করা হবে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6260743045780697308

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item