হরিপুরে মাল্টা চাষে সফল হয়েছে বেলাল

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
হরিপুরে মাল্টা চাষ করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে বেলাল হোসেন মাস্টার নামে এক মাল্টা চাষী। বাণিজ্যিক মনোভাব নিয়ে তিনি মাল্টা চাষে সফলতা অর্জন করেছেন। বেলাল হোসেনের বাড়ি হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের কাঁঠালডাঙ্গী গ্রামে। তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি কৃষি কাজও করেন। বেলাল হোসেন জানান, উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুজ্জামান আমার বাড়িতে এসে মাল্টা চাষের প্রস্তাব দেন। আমি ২০১৫ সালের জুন মাসে বাড়ির পিছনে পরিত্যাক্ত ৫০ শতক জমিতে সরকারি অর্থায়নে মাল্টার চারা রোপন করি। জুন মাসেই সেখানে মাল্টা বাড়ি-১ জাতের ৫৬ টি মাল্টা, ৫টি কমলা লেবু, কলম্ব লেবু ২০টি, বাতাবি লেবু ১০টি সর্বমোট ১০০টি চারার রোপন করি। আমি এ বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করি। উপজেলা কৃষি বিভাগের লোকজন সব সময় সহযোগিতা করেছে। মাল্টার বাগানে প্রতিটি গাছে ৭০ুিট থেকে ৮০টি করে ফল ধরেছে। এখন ফল তোলার সময় হয়েছে। ভালমানের মাল্টার জন্য ও বাইরে বিক্রির জন্য মাল্টা গাছে ব্যাগিং পদ্ধতিতে মাল্টা সংরক্ষণ করা হয়েছে। গাছের প্রতিটি মাল্টার ওজন ৩শ গ্রাম থেকে ৪ শ গ্রাম। বর্তমান বাজার মূল্যে আমি প্রথম বছর হিসাবে এবার প্রায় ১ লাখ টাকা পাবো বলে আশা করছি। এ পর্যন্ত বাগানে খরচ হয়েছে আমার ৫০ হাজার টাকা। এছাড়াও ২০১৬ সালে আরো ছয় বিঘা জমিতে মাল্টা ও কমলার বাগান করেছি। তিনি বলেন, আমার বাগান দেখে এলাকার রুমি পারভীন, আব্দুস সামাদ, মহেশ চন্দ্র সিং, নবাব আরী সহ অনেকেই মাল্টা ও কমলার বাগান করতে চাচ্ছেন। হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা নইমুল হুদা সরকার বলেন, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার মাটি অম্লীয় বেলে দো’আশ মাটি। এই জাতীয় মাটি মাল্টা ও কমলা চাষের উপযোগী। হরিপুর উপজেলায় ৬ টি ইউনিয়নে প্রদর্শনী প্লট হিসাবে ৪০ শতাংশের ৬৫ টি মাল্টা ও কমলা বাগান রয়েছে।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 6636435067481346317

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item