তেঁতুলিয়ায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
https://www.obolokon24.com/2017/10/tetulia_12.html
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়ায় পারভীন আক্তার(২৫) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি মাদারপাড়া গ্রাম হতে লাশটি উদ্ধার করা হয়।মৃত পারভীন একই এলাকার মনছুর আলীর স্ত্রী।জানা যায় তারা দীর্ঘ ৯ মাস যাবৎ ঘর-সংসার করছিল।
মৃত পারভীন আক্তারের শাশুরী মোছা মহসিনা বেগম জানান, আমাদের মধ্যে কোন ঝগড়া-বিপাদ হয়নি। আমি পাক ঘরে রান্না করতে থাকলে অতঃপর পারভীনকে গরু ঘরে ঝুলন্ত ফাঁসির লাশ দেখা যায়।
তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সরেস চন্দ্র জানান তদন্ত চালিয়ে যা সূরাহা করা যায় করবেন। অন্যদিকে পঞ্চগড় সদর সার্কেল এসপি সুদর্শন ঘটনাস্থলে আসেন ।পরে লাশাটিকে বিকাল ৪টায় তেঁতুলিয়া মডেল থানায় নিয়ে যান। পারভীনের স্বামী মনছুরকেও থানায় নিয়ে যাওয়া হয়। তবে লাশটির বিষয়ে এখনও কোন মামলা হয়নি।