টেস্টের পর ওয়ানডে সিরিজও প্রোটিয়াদের

 ডেস্ক-
টেস্টের পর ওয়ানডে সিরিজও জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০৪ রানের বিশাল ব্যাবধানে হেরেছে বাংলাদেশ। আর এই হারে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ হেরে গেল মাশরাফি বাহিনী। প্রথমে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার ৩৫৩ রানের পাহাড়সম স্কোরে চাপা পড়ে বাংলাদেশ ৪৭.৫ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২৪৯ রান করতে সমর্থ হয়।

 পার্লের বোল্যান্ড স্টেডিয়ামে এদিন টসে জিতে স্বাগতিক প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যেখানে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান করে দলটি। প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশের বিপক্ষে ব্যাক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স । বাংলাদেশের হয়ে পেসার রুবেল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট পান।

 ৩৫৪ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় ৪৪ রানের মাথায় ডোয়েইন প্রিটোরিয়াসের বলে বিদায় নেন ওপেনার তামিম ইকবাল। ৭.৪ ওভারে এলবির ফাঁদে পড়ার আগে ২৫ বলে ২৩ রান করেন এ বাঁহাতি। তামিমের বিদায়ের পর দ্রুতই আউট হন লিটন দাশ। তিনি ১৪ রান করে আন্দিল ফেলুকওয়াওয়ের বলে এলবি আউট হন।

 ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে হাফসেঞ্চুরি কর বিদায় নেন ইমরুল কায়েস। স্পিনার ইমরান তাহিরের বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৭৭ বলে ৬৮ করে ক্যাচ দেন তিনি। পরে তাহিরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন সাকিব আল হাসান (৫)। ভালো খেলতে থাকা মুশফিকুর রহিম ব্যক্তিগত ৬০ রানে বিদায় নিলেন। ডোয়েইন প্রিটোরিয়াসের বলে ডুমিনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭০ বলে ৪টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিক।

 দলীয় ২১৯ রানে ইমরান তাহিরের তৃতীয় ও শিকার হয়ে ফেরেন সাব্বির রহমান। ১৭ রান করে ডু প্লেসিসকে ক্যাচ দেন এ ডানহাতি। আর দলীয় সপ্তম উইকেট হিসেবে বিদায় নেন নাসির হোসেন (৩)। আন্দিল ফেলুকওয়ায়োর বলে সরাসরি বোল্ড হন তিনি। একই ওভারে শূন্য রানে এলবির ফাঁদে পড়েন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ফেলুকওয়ায়ো নিজের নবম ওভারে ৩৫ রান করা মাহমুদউল্লাহকে বোল্ড করেন। শেষ ব্যাটসম্যান হিসেবে রুবেল হোসেনকে (৮) বোল্ড করেন ড্যান প্যাটারসন।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩৫৩/৬ (আমলা ৮৫, ডি কক ৪৬, দু প্লেসি ০, ডি ভিলিয়ার্স ১৭৬, দুমিনি ৩০, বেহারদিন ৭*, প্রিটোরিয়াস ০, ফেলুকওয়ায়ো ০*; মাশরাফি ০/৮২, তাসকিন ০/৭১, সাকিব ২/৬০, নাসির ০/৪৯, রুবেল ৪/৬২, সাব্বির ০/১১, মাহমুদউল্লাহ ০/১৬)।

বাংলাদেশ: ৪৭.৫ ওভারে ২৪৯ (তামিম ২৩, ইমরুল ৬৮, লিটন ১৪, মুশফিক ৬০, সাকিব ৫, মাহমুদউল্লাহ ৩৫, সাব্বির ১৭, নাসির ৩, মাশরাফি ০, তাসকিন ৩*, রুবেল ৮*; রাবাদা ০/৪০, প্যাটারসন ১/৬৭, প্রিটোরিয়াস ২/৪৮, ফেলুকওয়ায়ো ৪/৪০, তাহির ৩/৫০)।

পুরোনো সংবাদ

খেলাধুলা 316245404365525678

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item