বাংলাদেশের পদক্ষেপের কারণেই রোহিঙ্গা সংকট এখন বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্র'


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের পদক্ষেপের কারণেই মিয়ানমারে রোহিঙ্গা সংকট এখন বিশ্ববাসীর মনোযোগের কেন্দ্র। যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর আজ শনিবার সকালে রাজধানীর শাহজালাল বিমানবন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শরণার্থী রোহিঙ্গাদের আশ্রয় ও খাবারের ব্যবস্থা করায় বিষয়ে সরকারি উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা আরো বলেন, 'প্রয়োজন এক বেলা খাব, আরেক বেলার খাবার তাদের দেব। '

এ সময় মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।  শেখ হাসিনা বলেন, যা কিছু অর্জন এ দেশের মানুষের অবদান এবং তাদের কল্যাণে, সমর্থনে ও দোয়ায়।

উল্লেখ্য, জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরোনো সংবাদ

প্রধান খবর 5826875050137063258

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item