সৈয়দপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থার সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা , হাত ধোয়া অনুশীলন ও এক আলোচনা সভা।
 উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চড়কপাড়ায়  ওয়ার্ড সমন্বয় কমিটি ও যুব কমিটির সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রনোবেশ চন্দ্র বাগচী।
এতে সভাপতিত্ব করেন বেসরকারি উন্নয়ন সংস্থা মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সমৃদ্ধি কর্মসূচির প্রকল্প সমন্বয়কারী মো. রিয়াজুল  ইসলাম।
বক্তব্য রাখেন সংস্থার সমৃদ্ধি কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. মনসুর রহমান,উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা মো. মোরশেদুল হক প্রমূখ।
পরে এমএসএস পরিচালিত দুইটি শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়া বিষয়ে অনুশীলন করানো হয়।
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এতে বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সদস্য-সদস্যা,এমএসএস’র কর্মকর্তা-কর্মী,সুধীজন ও শিক্ষা সহায়তা কেন্দ্রের শিক্ষার্থীরা অংশ নেয়।  শোভাযাত্রাটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

পুরোনো সংবাদ

নীলফামারী 7018621815857187862

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item