সৈয়দপুর উপজেলা ভলিবল টূর্ণামেন্টে রূপালী ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উপজেলা ভলিবল টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  টূর্ণামেন্টের ফাইনাল খেলায়  সৈয়দপুর পৌরসভার এলাকার ওয়াপদা নতুনহাট রূপালী ক্রীড়া চক্র বাংলাদেশ রেলওয়ে ডিএসএ সৈয়দপুর দলকে ৩- ২ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আজ (রবিবার) বিকেলে সৈয়দপুর স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা শেষে টূর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করা হয়।
 ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন। তিনি টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন ও সৈয়দপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।
ট্রফি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুল রশীদ। 
 অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।
এতে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিরুল ইসলাম প্রমূখ।
এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহ্মেদ মাহবুব-উল ইসলাম, সৈয়দপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. বখতীয়ার কবির, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি আমিনুল হক,  উপজেলা ভলিবল টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক হায়াত আলী জাফরী, অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু, সানফ্লাওয়ার সউকলএন্ড কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েল, আল-ফারুক একাডেমীর প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক প্রামানিকসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গোটা  ট্রফি বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়দুর রহমান শাহীন।
ফাইনাল খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. মোরশেদ-উল-আলম। সহকারী রেফারী ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর সাবেক খেলোয়াড় সৈয়দ তানজিমুল হায়দার।     
প্রসঙ্গত, সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ২৩ সেপ্টেম্বর থেকে উপজেলা ভলিবল টূর্ণামেন্ট-২০১৭ শুরু হয়।  ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টূর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন নীলফামারী জেলা প্রশাসক মো. খালেদ রশীদ । এ ভলিবল টূর্ণামেন্টে বিভিন্ন এলাকার মোট আটটি ভলিবল দল অংশ নেয়। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3275309786876037643

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item