সৈয়দপুরে মাদক সেবন করে মাতলামির দায়ে এক যুবকের ১৫ দিনে কারাদন্ড

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে মাদক সেবন করে প্রকাশ্যে রাস্তায় মাতলামির দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড  দেয়া হয়েছে। আজ (শনিবার) ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত  যুবকের নাম মো. রুবেল হেসেন (২৭) । ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,  সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার মৃত. জাহিদ হোসেনের ছেলে রুবেল হোসেন।  ঘটনার দিন গত শনিবার সকালে আনুমানিক সাড়ে ১০টার দিকে সে (রুবেল) তাদের গোলাহাট এলাকার বাড়ি সংলগ্ন এলাকায় মাদক সেবন করে আস্তানা-ই - হক সড়কে  প্রকাশ্যে মাতলামি করছিল। খবর পেয়ে গোলাহাট পুলিশ ফাঁড়ির জনৈক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে তাকে মাতলামি করা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু মাদক সেবনকারী রুবেল ওই পুলিশ সদস্যের ওপর চড়াও হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বজলুর রশীদ মাদক সেবন করে মাতলামির দায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেন।
মাদক সেবন করে মাতলামির দায়ে এক যুবকের ১৫ দিনের কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অলকান্ড রায়। তাকে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5814477822828064927

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item