সৈয়দপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) শাহ্জাহান পাশার যোগদান

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. শাহ্জাহান পাশা যোগদান করেছেন। গত সোমবার তিনি ওই পদে যোগদান করেন। তিনি বিদায়ী ওসি মো. আমিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
খোঁজ নিয়ে জানা গেছে,  সৈয়দপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান পাশা বিগত ১৯৯৩ সালের উপ-পরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। এর আগে মো. শাহজাহান পাশা নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে কর্তব্যরত ছিলেন। এছাড়াও তিনি নীলফামারী সদর থানা, বগুড়া সদর থানায় অফিসার ইনচার্জের (ওসি) দায়িত্ব পালন করেন।
ওসি শাহ্জাহান পাশার বাড়ি গাইবান্ধা জেলা সদরে। এক মাত্র পুত্র সন্তান ঢাকায় উচ্চ মাধ্যমিকে অধ্যয়ন করছে।
আজ (মঙ্গলবার) অফিসে বসে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি বলেন, সৈয়দপুর উপজেলা মাদক পাচারের একটি নিরাপদ রুট। কারণ সারাদেশের সাথে সৈয়দপুরের রয়েছে বিমান, সড়ক ও রেলপথে যোগাযোগ। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে সৈয়দপুর মূলতঃ মাদক পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হয়। তিনি বলেন মাদক আমাদের আগামী দিনের জাতির ভবিষ্যৎ যুব সমাজকে ধ্বংস করছে। মাদকের কারণে আজ অনেক পরিবারে চরম অশান্তি বিরাজ করছে। তাই মাদকের সঙ্গে কোন আপস নয়। তিনি সৈয়দপুর থেকে সব রকম মাদক পাচার ও বেচাবিক্রি বন্ধসহ  অন্যাান্য অপরাধমূলক কর্মকান্ড নির্মূলে সাংবাদিকদের সার্বিক সাহায্য-সহযোগিতা কামনা করেন। সেই সাথে তিনি সৈয়দপুরে তাঁর সময়কালে দায়িত্ব পালনে সৈয়দপুর উপজেলাবাসীর সর্বাত্মক সহায়তা কামনা করেছেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3167708141868494061

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item